তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

ঘন কুয়াশায় ঢাকা তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩.৮ ডিগ্রি

তেঁতুলিয়ায় শীতের সকালে কর্মব্যস্ত মানুষের চিত্র। ছবি : কালবেলা
তেঁতুলিয়ায় শীতের সকালে কর্মব্যস্ত মানুষের চিত্র। ছবি : কালবেলা

দেশের শীতপ্রধান এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বেড়েই চলছে শীতের তীব্রতা। তবে গতকালের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। হিমালয়-কাঞ্চনজঙ্ঘা পর্বতের নিকটবর্তী হওয়ায় উত্তর দিক থেকে বয়ে আসা ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশার কারণে এ জেলায় শীতের তীব্রতা বেশি বিরাজ করছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ,ঘন কুয়াশায় ঢাকা চারপাশ। শীতের পরশ ছড়াচ্ছে উত্তরাঞ্চলের এ জেলার জনপদে। গতকালের তুলনায় তাপমাত্রার মাত্রা কিছুটা বেড়েছে। এমন শীতের মধ্যে ভোর থেকেই কর্মব্যস্ততা দেখা যায় বিভিন্ন শ্রমজীবী মানুষদের। দিনমজুর, পাথর ও চা শ্রমিক, ভ্যানচালকসহ কৃষকরা কাজে বেরিয়েছেন সকাল সকাল।

স্থানীয়রা জানান, ধীরে ধীরে বাড়ছে উত্তরে জেলা পঞ্চগড়ের শীতের মাত্রা। সন্ধ্যার পর থেকেই উত্তরীয় হিমেল হাওয়ায় শীতের পরশ অনুভূত হয়। মাঝরাতের পর ভোর পর্যন্ত গায়ে কাঁথা নিতে হচ্ছে। উত্তরের এ জেলাটি বরফের পাহাড় হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত এলাকা হওয়ায় অন্যান্য জেলার আগেই এ অঞ্চলে শীতের আগমন ঘটে। নভেম্বরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের তীব্রতা অনেক বেশি থাকে। তবে শীতকে কেন্দ্র করে বাজারগুলোতে ভাপা, চিতুয়া,পৌকন পিঠা উঠতে শুরু করেছে।

এদিকে,হিমেল বাতাস বয়ে যাওয়ায় এখনও সেভাবে শীত না পড়ায় দিনে গরম ও রাতে হালকা শীতের কারণে আবহাওয়ার কারণে বেড়েছে শীতজনিত বিভিন্ন রোগব্যাধি। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তাহ জিতেন্দ্র নাথ রায় কালবেলাকে বলেন, মঙ্গলবার সকাল ৬ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সোমবার সকাল ৯টায় তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ক্ষমতায় গেলে জনগণের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন করব : সেলিমুজ্জামান

সীমান্তে বিজিবির অভিযান, ৬২ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু 

সাংবাদিক ও গীতিকার সায়ীদ আবদুল মালিকের ৫০তম জন্মদিন আজ

বগুড়ার সাতটি আসনে এনসিপির ১৪ নেতার মনোনয়ন উত্তোলন

নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে : আমীর খসরু 

শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

জ্বালাও-পোড়াওয়ের রানি পালিয়ে বিদেশে আছেন : ডা. জাহিদ

একের পর এক বিকট বিস্ফোরণে কাঁপছে ইউক্রেনের রাজধানী

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১১ হাজারেরও বেশি

১০

খুলনার নতুন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ

১১

এনসিপির সঙ্গে বৈঠকে আইএমএফের প্রতিনিধিদল

১২

ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক এরশাদ কারাগারে    

১৩

বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিল আর্জেন্টিনা

১৪

মসজিদের পাশে কবর দিলে কি কবরের আজাব কম হয়?

১৫

সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশ

১৬

ফিলিস্তিনে মসজিদে আগুন, দেয়ালে ঘৃণাসূচক বার্তা লিখে গেল দখলদাররা

১৭

সৌদি আরবে দক্ষ কর্মী পাঠাতে যৌথ উদ্যোগ জোরদার

১৮

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

১৯

মাটিচাপা নবজাতক উদ্ধার / অভাব-অনটনের নির্মম সিদ্ধান্তে শিউরে উঠল পুরো এলাকা

২০
X