চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মাস্টারকে নাশকতা মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
শনিবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে দর্শনা পুরাতন বাজারমোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
দর্শনা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, পুরাতন নাশকতা মামলায় দর্শনা পরানপুর গ্রামের মো. নাহারুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করেন।
মন্তব্য করুন