শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
মনিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
অনলাইন সংস্করণ

মনিরামপুরে একমাসে সড়কে প্রাণ গেল ৯ জনের

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি।

যশোরের মনিরামপুরে একমাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন শিক্ষার্থীসহ ৯ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশত। এরমধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল দুর্ঘটনা।

অনুসন্ধানে জানা গেছে, মনিরামপুর উপজেলায় মোটরসাইকেল, নসিমন-করিমন, ট্রাক্টর, বালুর ট্রাক, ব্যাটারিচালিত ভ্যান ও ইজিবাইকের সংখ্যা দিন দিন বাড়ছে। এ ছাড়াও ফিটনেসবিহীন বাস ও ট্রাক বরাবরই দাপিয়ে বেড়াচ্ছে। সড়কে চলাচলরত অধিকাংশ যানবহনের চালকরা অদক্ষ। সড়কে চলার নিয়ম কানুন না জানায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়ছেন তারা। এতে কখনো নিজেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন, আবার অন্যকে মারছেন।

সরকারের পক্ষ থেকে মহাসড়কে ছোট অবৈধ যানবাহন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে দিন দিন বাড়ছে দুর্ঘটনা। আর সড়কে ঝরছে তাজা প্রাণ।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনসহ নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলার হালসা গ্রামের ছবেদ আলী সরদারের ছেলে আফজাল হোসেন (৩৫), ১৫ ডিসেস্বর রাজারহাট-চুকনগর মহাসড়কের মনিরামপুরের চালকিডাঙ্গা এলাকায় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে উপজেলার দেলুয়াবাটি গ্রামের আহাদ আলী মোড়লের ছেলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া আসবাবুর রহমান (১৭) ও সদর উপজেলার ঝাউদিয়া গ্রামের মুনছুর আলীর ছেলে হাফিজুর রহমান (৫৫), গত ৯ ডিসেম্বর রাজগঞ্জ এলাকায় ট্রাকচাপায় উপজেলার চন্ডীপুর গ্রামের কোমর আলী শেখের ছেলে শেখ আব্দুল লতিফ (৫৫), রাজারহাট-চুকনগর মহাসড়কে উপজেলার পেয়ারাতলা মোড়ে মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে গত ২১ নভেম্বর মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী মুন্সিখানপুর গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে ফারজানা ইয়াসমিন রিমি (২০) এবং একই গ্রামের হাসান আলীর ছেলে মারুফ হোসেন (১৮) নিহত হন।

এর আগে গত ১১ ডিসেম্বর একই স্থানের প্রায় একশ গজ দূরে ট্রাকের ধাক্কায় উপজেলার মধুপুর গ্রামের আবু মুছার স্ত্রী রিক্তা পারভীন (২৫) নিহত হন এবং তার তিন বছরের মেয়ে নুসরাত ও স্বামী আহত হন। গত ১ ডিসেম্বর ভাংড়ি ব্যবসায়ী সামছুর রহমান (৫৫), এ ছাড়া নভেম্বরে ট্রলিচাপায় কোদলাপাড়া গ্রামের মনিরুল ইসলামের ৭ বছরের ছেলে আরাফাত হোসেন নিহত হন। এসব সড়ক দুর্ঘটনায় প্রায় অর্ধশত আহত হয়েছেন।

সড়কে প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন শিক্ষার্থীদের অভিভাবকসহ সাধারণ মানুষ। সড়কে প্রাণহানি রোধে এবং দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

স্থানীয় আসাদুজ্জামান, রফিকুল ইসলামসহ অনেকেই বলেন, সড়কে যে হারে দুর্ঘটনা বেড়েছে, তাতে সন্তানকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে বাড়ি ফিরে না আসা পর্যন্ত চিন্তায় থাকতে হয়।

মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা সাফায়েত হোসেন জানান, নভেম্বরে ও ডিসেম্বরে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৪৯ জন আহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

জামায়াতের প্রার্থীকে শোকজ

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১০

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১১

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

১২

গ্যাস যেন সোনার হরিণ, এলপিজি সংকটে নাভিশ্বাস

১৩

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া

১৪

মুসাব্বির হত্যা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া

১৫

ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে শিবিরের দ্বারা : ডা. আউয়াল

১৬

আইসিসিকে পাঠানোর বিসিবির নতুন চিঠিতে যা আছে

১৭

জবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার

১৮

মুদ্রা ছাপাতে প্রতি বছর ব্যয় ২০ হাজার কোটি টাকা : গভর্নর

১৯

পাকিস্তান থেকে জেএফ-১৭ কিনছে সৌদি আরব

২০
X