পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

গ্রাফিতির ওপর জয় বাংলা লেখায় শিক্ষার্থীদের বিক্ষোভ

জয়পুরহাট-হিলি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জয়পুরহাট-হিলি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

জয়পুরহাটের পাঁচবিবিতে পৌরশহরের সরকারি লাল বিহারী (এলবিপি) উচ্চ বিদ্যালয়ের দেয়ালে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে পাঁচবিবি সরকারি লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের পাঁচমাথা হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে পাঁচমাথা মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে সমাবেত হয়।

এ সময় জয়পুরহাট-হিলি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করতে থাকেন সাধারণ শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন শিক্ষার্থীরা। এদিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করায় সড়কে যানজটের সৃষ্টি হয়। এতে কিছুক্ষণের জন্য ভোগান্তির শিকার হয়েছেন বাস, ট্রাকের চালকসহ পথযাত্রীরা। পরে খবর পেয়ে পাঁচবিবি থানার ওসি কাওসার আলী ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা স্লোগান দেন- ধরধর লীগ ধর, হই হই রই রই, ছাত্রলীগ গেল কই, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত।

শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন শিক্ষার্থী মো. আল আমিন, আজিজুর রহমান, ওবায়েদুল হক ও আল মাহামুদ সানি প্রমুখ।

শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, পাঁচবিবি সরকারি লাল বিহারী উচ্চ বিদ্যালয়ের দেয়ালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের রংতুলির আঁচড়ে জুলাই বিপ্লবের যে শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন, সেই গ্রাফিতির ওপর রাতের আঁধারে ‘জয় বাংলা ও বাংলাদেশ ছাত্রলীগ’ লেখার সাহস তারা কী করে পায়। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের খুঁজে বের করে গ্রেপ্তার করতে পুলিশকে হুঁশিয়ারি দেন তারা। গ্রেপ্তার না হলে পরবর্তীতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবেন বলেও বক্তারা জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের সেনাবাহিনীকে ‘কড়া হুঁশিয়ারি’ ভারতের

মে মাসে পুড়তে পারে দেশ

ভাঙা হলো ময়মনসিংহ সাহিত্য সংসদের ‘বীক্ষণ’ মঞ্চ

বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময় 

সেঞ্চুরির পর ৫ উইকেট আর জয়, মিরাজের ধন্যবাদ পেলেন যারা

সূর্যের তাপে পুড়ছে পাকিস্তান

রাজনৈতিক মতৈক্যে করিডরের সিদ্ধান্ত নিন, সরকারকে সমমনা জোট

ঈদের আগেই বাজারে আসছে নতুন নোট, যা থাকছে নকশায়

মেধাবী শিক্ষার্থীদের পাশে ঢাবি অ্যালামনাই

পদোন্নতির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি

১০

সাংবাদিককে হুমকি দেওয়া সেই অধ্যক্ষকে কেন্দ্র সচিবের পদ থেকে অব্যাহতি

১১

রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ছাড়া করিডর নয় : শেখ বাবলু

১২

ইবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের নিন্দা

১৩

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে এক জনের ফাঁসি কার্যকর

১৪

তীব্র তাপদাহের সঙ্গে মে মাসে কালবৈশাখী-ঘূর্ণিঝড়ের আভাস

১৫

ফ্যাসিস্ট আমলে হাজার হাজার শ্রমিককে পথে বসানো হয়েছে : রিজভী

১৬

সীমান্তের বাসিন্দাদের যুদ্ধকালীন প্রশিক্ষণ দিচ্ছে ভারত

১৭

খুলনায় বিএনপির নেতাকর্মীদের থানা ঘেরাও

১৮

ইয়েমেনের হামলায় যুদ্ধবিমান হারিয়ে পিছু হটল মার্কিন রণতরী

১৯

বাড়িতে ছাদবাগান থাকলে মিলবে ৫ শতাংশ ট্যাক্স রেয়াত

২০
X