শেখ মমিন, রাজবাড়ী
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম
অনলাইন সংস্করণ

ফেরির ফগ লাইট নষ্ট, দুর্ভোগ যাত্রীদের

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। ছবি : কালবেলা

১০ বছরের বেশি সময় ধরে অকেজো হয়ে আছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ৯টি ফেরির ফগ অ্যান্ড সার্চ লাইট। এতে কুয়াশার মধ্যে ফেরিগুলো চলাচলে বিঘ্ন ঘটছে। ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। তবে সমস্যা সমাধানের বিষয়ে তেমন কোনো সদুত্তর মেলেনি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের কাছ থেকে।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের যাতায়াতের ভোগান্তি কমাতে ২০১৪ সালের এপ্রিল মাসে ৫ কোটি টাকা ব্যয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ৯টি ফেরিতে স্থাপন করা হয় উন্নত প্রযুক্তির ফগ লাইট। আওয়ামী লীগের তৎকালীন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ভাই ছিলেন এ কাজটির ঠিকাদার। কিন্তু লাইটগুলো লাগানোর কিছুদিন পর থেকেই সেগুলো অকেজো হয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক ফেরির কয়েকজন মাস্টার (চালক) কালবেলাকে জানান, ফেরিতে যে সময় ফগ লাইট লাগানো হয়েছিল, ওই সময়ই লাইটগুলো ছিল বিকল। এ কারণে পুরো টাকাই নষ্ট হয়েছে। নদীর নাব্য কমে যাওয়ায় নৌরুটের চ্যানেলগুলো সরু হয়ে গেছে, বিধায় দুর্ঘটনা এড়াতে প্রতিদিন মধ্যরাত থেকে কুয়াশার কারণে ফেরি বন্ধ রাখতে হচ্ছে।

এদিকে ফেরিগুলো বন্ধ থাকায় এই নৌরুটের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে অনেক।

শনিবার (১১ জানুয়ারি) সকালে সরেজমিনে গিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে মহাসড়কের দীর্ঘ যানবাহনের সৃষ্টি হয়। নদী পারাপারের অপেক্ষায় ছিল যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের ছোট বড় পরিবহন।

পণ্যবাহী ট্রাকচালক হাসেম বেপারি বলেন, কুয়াশার মধ্যে ফেরি বন্ধ থাকলে আমরা সঠিক সময়ে গৌন্তব্যে পৌঁছাতে পারি না। ট্রাকে থাকা মালামাল অনেক সময় ফেরি বন্ধের কারণে পচে নষ্ট হয়ে যায়। এতে আমাদের ও মহাজনের ব্যাপক ক্ষতি হয়।

সাগর হোসেন নামের এক যুবক বলেন, আওয়ামী লীগের আমলে ফেরিতে যারা ফগ লাইটের নামে ভোকাস লাইট লাগিয়েছে এবং এ থেকে কোটি কোটি টাকা যারা দুর্নীতি করেছে তাদের তালিকা করে অতি দ্রুতই প্রকাশ করার দাবি জানাই। সঙ্গে জড়িতদের শাস্তি হোক এটাই চাই আমরা।

সিয়াম ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, আজ আমার পরীক্ষা আছে। তাই খুব সকালে দৌলতদিয়া ঘাটে এসে পৌঁছেছি। কিন্তু ঘাটে এসেই দেখছি কুয়াশার কারণে ফেরি বন্ধ। এখন কোনো উপায় খুঁজে পাচ্ছি না। আমাদের এ কষ্টের কথা কে শুনবে। আমরা এ থেকে প্রতিকার চাই। আমরা চাই এ বিষয়টা সরকার নজর দিক।

নাছরিন আক্তার নামের এক যাত্রী বলেন, একদিকে যেমন প্রচণ্ড কুয়াশা, অন্যদিকে বাতাস ও পদ্মার পাড়ে ভয়াবহ শীত। ফেরি বন্ধের কারণে আমাদের প্রচণ্ড দুর্ভোগ বাড়ছে। তারপরও সময় মতো যেতে পারব না। কখন যে কুয়াশা কমবে তারপর ফেরি চলবে তারপর যাবো।

স্থানীয় ফারুক খান নামের এক ব্যক্তি বলেন, শুধু শুনেছি ফেরিতে ফগ লাইট লাগানো হয়েছে। তবে কোনো দিনও দেখি নাই কুয়াশার মধ্যে ফেরি চলাচল। এগুলো শুধু নামেই। কোনো কাজ হয় নাই কোনোদিন। আমরা চাই, সঠিকভাবে তদন্ত করে ফগ লাইটের নামে যারা ভুয়া ফগ লাইট ফেরিতে লাগিয়েছে তাদের শাস্তি হোক।

তবে এসব বিষয়ে বিশেষ কোনো নজর নেই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম কালবেলাকে জানান, ফগ লাইট কাজ করে না। কুয়াশা পড়লে ফেরিগুলো ঘাটেই নোঙর করা লাগে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, আমরা শুধু বাণিজ্যিক বিষয়টা দেখি। লাইট স্থাপন, সংযোজন বা বিয়োজনের বিষয়টা দেখে কারিগরি বিভাগ। নৌপরিবহন মন্ত্রণালয়ের কারিগরি বিভাগ ছাড়া সঠিক খবরটি পাওয়া সম্ভব নয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / মোটরযানের কালো ধোঁয়া ও অসংক্রামক রোগের ঝুঁকি

নুরের ওপর হামলার নিন্দা / আমরা অত্যন্ত নাজুক সময়ে আছি : তারেক রহমান

নুরের অবস্থা মুমূর্ষু, বাঁচবে কি মরবে জানি না : রাশেদ

নুরের ওপর হামলার প্রতিবাদে নিজ উপজেলায় বিক্ষোভ

ডাচদের সাথে লিটনদের লড়াই দেখবেন যেভাবে

নুরের ওপর হামলা / ঢাকা-ময়মসিংসহ সড়ক অবরোধ

কী বলে নুরের ওপর হামলা করা হয়, জানালেন ইয়ামিন মোল্লা

আফগানদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শুভ সূচনা পাকিস্তানের

নুরের ওপর হামলার ঘটনায় জামায়াত সেক্রেটারি জেনারেলের বিবৃতি

আইসিইউতে নুর, ৪৮ ঘণ্টার আগে কিছু বলা যাবে না : চিকিৎসক

১০

নুরের ওপর হামলা ‘অত্যন্ত ন্যক্কারজনক’: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

১১

নুরের ওপর হামলায় ১০১ সংগঠনের বিবৃতি

১২

নুরকে দেখতে এসে আসিফ নজরুল অবরুদ্ধ 

১৩

আহত নুরকে দেখতে ঢামেকে প্রেস সচিব

১৪

সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি

১৫

সেই পরিকল্পনা ভেস্তে গেলেও ওরা থামেনি : হাসনাত

১৬

মাদুশঙ্কার হ্যাটট্রিকে লঙ্কানদের রুদ্ধশ্বাস জয়

১৭

নুরের ওপর হামলার কড়া প্রতিবাদ ছাত্রদলের

১৮

ভারতীয় বক্সারকে হারিয়ে ইতিহাস গড়লেন হাসান শিকদার

১৯

আসিফ নজরুলকে তুলোধুনো করলেন হাসনাত আবদুল্লাহ

২০
X