বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশ সদস্যদের ওপর অটোরিকশাচালকদের হামলা, আহত ৪

লক্ষ্মীপুরে পুলিশের ওপর সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলার চিত্র। ছবি : কালবেলা
লক্ষ্মীপুরে পুলিশের ওপর সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলার চিত্র। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে সড়কে ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলায় তিন পুলিশসহ চারজন আহত হয়েছেন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বাগবাড়ি এলাকার মেঘনা সড়কে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন পুলিশের এএসআই সবুজ মিয়া, ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝুটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া। এ ছাড়া এক অটোরিকশাচালক আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফিটনেস ও লাইসেন্সবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ সড়কে বিভিন্ন পরিবহনের বিরুদ্ধে সকাল থেকে শহরের বাগবাড়ি এলাকার মেঘনা সড়কে পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান শুরু করে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় কয়েকটি অটোরিকশা জব্দ করে পুলিশ।

এ ঘটনার জেরে চালকরা বিক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় পুলিশের এএসআই সবুজ মিয়া, ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝুটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া আহত হন। পরে সিএনজিচালকরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এতে এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে অটোরিকশাচালকরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কে অটোরিকশা চালাতে হলে তাদের মাসোহারা দিতে হয়। অভিযানের নামে সড়কে তাদের কাছ থেকে বিভিন্ন সময় গাড়ি আটকিয়ে টাকা আদায় করা হয়। আজ কোনো অজুহাত ছাড়াই কয়েকটি গাড়ি আটক করে মামলা দেয় ট্রাফিক পুলিশ। এর জের ধরে এই হামলার ঘটনা ঘটে।

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন, ফিটনেস ও লাইসেন্স বিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায় চালকরা। এতে তিন পুলিশ সদস্য আহত হয়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। কী কারণে পুলিশের ওপর হামলা হয়েছে, সেটা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী হলে পুনরায় ফল ঘোষণার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১০

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১১

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১২

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৩

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১৪

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

১৫

রাত থেকে লাইনে নারী-পুরুষ, সকালে মেলে আটা

১৬

ওসিকে অপসারণে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

১৭

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থী বহিষ্কার

১৮

উপমহাদেশের সর্ববৃহৎ দিপালী উৎসব কাউনিয়া আদি শ্মশানে

১৯

বিশ্ব মেরুদণ্ড দিবস ২০২৫ : মেরুদণ্ডের যত্নে সচেতন হই, সুস্থ জীবন গড়ি

২০
X