সরকার বিরোধী দলকে দমন করে যে কোনো উপায়ে ক্ষমতা কুক্ষিগত রেখে টিকে থাকতে চায়। এটা রাজনীতি নয়, হিংসানীতি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকার কেরানীগঞ্জের আটি বাজারে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা দক্ষিণের আয়োজনে এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, সরকার বিদেশিদের ম্যানেজ করতে ব্যস্ত। জনগণের জন্য দেশকে বসবাসের অযোগ্য করে এখন ক্ষমতায় যাবার জন্য উন্নয়নের মিথ্যা গল্প শোনায়। প্রকৃত পক্ষে দেশের জনগণ এই সরকারের হাতে ঘরের ভেতরেও নিরাপদ নয়। তাই অবিলম্বে জাতীয় সরকার গঠনের জন্য এখনই পদত্যাগ করার জন্য সরকারকে আহ্বান জানান চরমোনাই পীর।
এর আগে জিনজিরা ঘাট সংলগ্ন রাস্তায় দলটির সমাবেশের অনুমতি চাইলে প্রশাসন থেকে অনুমতি না পাওয়ায় বদ্ধ ঘরে এই সমাবেশ আয়োজন করতে বাধ্য করায় তিনি সরকারের সমালোচনা করেন।
দলের ঢাকা দক্ষিণের সভাপতি আলহাজ হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দাবি করে বক্তব্য দেন।
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান ও অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।
মন্তব্য করুন