নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নারীকে উত্ত্যক্তের জেরে দুই গ্রামের সংঘর্ষ, আহত ৫০

সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষের অবস্থান। ছবি : কালবেলা
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র নিয়ে একপক্ষের অবস্থান। ছবি : কালবেলা

ফরিদপুরের নগরকান্দায় মাহফিলের মাঠে নারীকে উত্ত্যক্তের জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাঙচুর করা হয়। এ ঘটনায় নগরকান্দা থানার ওসিসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার ফুলসুতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর সঙ্গে নগরকান্দা পৌরসভার মিরাকান্দা গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান, সলিথা মাদ্রাসায় শুক্রবার রাতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়াজ মাহফিল চলাকালে মিরাকান্দা এলাকার কিছু যুবক ওয়াজে আসা কিছু নারীকে উত্ত্যক্ত করে। এতে প্রতিবাদ জানান স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা স্থানীয়রা। এ ঘটনার জেরে উভয় গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মাহফিল কর্তৃপক্ষ পরিস্থিতি বেগতিক দেখে তাৎক্ষণিক মাহফিল বন্ধ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

আরও জানা গেছে, শনিবার সকালে মিরাকান্দা গ্রামের ১০-১৫ যুবক উপজেলার সলিথা ব্রিজ সংলগ্ন কিছু ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভাঙচুর করে। সলিথা গ্রামবাসী এদের বাধা দিলে হামলাকারীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর সলিথা গ্রামের মানুষ মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেই সংঘর্ষ সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত চলে।

এ ঘটনায় উভয় গ্রামের ও ওসি-সাংবাদিকসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল কালবেলাকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওসিসহ আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকার পরিবেশ এখন শান্ত। পরবর্তীতে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুখ খুললেন রাশমিকা মান্দানা

গুমের শিকার বিশেষ বন্দিদের ‘মোনালিসা’ নামে ডাকা হতো

রাজশাহীতে হাজার ছাড়িয়েছে সাপে কাটা রোগী, মৃত্যু ৩৮

মানসিক স্বাস্থ্য বৃদ্ধি করে যে ১০ খাবার

চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া সেই ডেপুটি গভর্নর এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন

প্রথম ফুটবলার হিসেবে নতুন ইতিহাস গড়লেন রোনালদো

বাংলাদেশি শাড়ির জাদুতে মুগ্ধ তুরস্ক

কতদিন পর পর তোয়ালে ধুচ্ছেন? সঠিক সময় ও পদ্ধতি জেনে নিন

বজ্রপাতে প্রাণ হারানো রাসেদকে ‘চিরঞ্জীব সভাপতি’ ঘোষণা

১০

ইতালি সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১১

ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম নেওয়া ওমর পেলেন নোবেল

১২

ডোবায় মিলল অজ্ঞাত যুবকের মরদেহ

১৩

চাকসু নির্বাচনে ছাত্রদল ও শিবিরের ইশতেহার ঘোষণা

১৪

বাবর ও তানভীরের সঙ্গে মাউন্ট মানাসলুর শীর্ষে অ্যাডহেসিভ ব্র্যান্ড স্যাম-বন্ড

১৫

শুভেচ্ছা সফরে বাংলাদেশে মার্কিন যুদ্ধজাহাজ

১৬

রংপুরের বিএনপি নেতা লাকুর মৃত্যুতে তারেক রহমানের শোক

১৭

শিবির সমর্থিত ভিপি প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের

১৮

আরেকটি রাজনৈতিক দল গঠন করছে ইমরান খানের পিটিআই

১৯

এসজেডএমসি ডে-২০২৫ উদযাপনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

২০
X