উৎপল দে, কেশবপুর (যশোর)
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:৩৬ পিএম
আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ০৭:০৫ পিএম
অনলাইন সংস্করণ
সপ্তাহব্যাপী মধুমেলা

সাগরদাঁড়িকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে

মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার প্রস্তুতি চলছে। ছবি : কালবেলা
মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে মধুমেলার প্রস্তুতি চলছে। ছবি : কালবেলা

যশোরের কেশবপুরের কপোতাক্ষ পাড়ের সাগরদাঁড়ি গ্রামে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সপ্তাহব্যাপী মধুমেলার প্রস্তুতি চলছে। এ মধুমেলায় উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

মেলা ঘিরে এখন বর্ণিল সাজে সাজানো হচ্ছে মধুপল্লী, মেলার মাঠসহ কপোতাক্ষ নদ। দর্শনার্থীরা মধুপল্লীতে কবির ভাস্কর্য, প্রসূতিস্থল, খাছারিবাড়ি, স্মৃতিবিজড়িত আসবাবপত্র ও ব্যবহার্য জিনিসপত্র দেখা যাবে। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কেশবপুরের কপোতাক্ষ নদপাড়ের সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জমিদার বাবা রাজনারায়ণ দত্ত ও মা জাহ্নবী দেবীর পরিবারে জন্মগ্রহণ করেন। ১৮৭৩ সালের ২৯ জুন কলকাতার আলিপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মহাকবির ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি থেকে শুরু হবে সপ্তাহব্যাপী মধুমেলা। এ দিন বিকালে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে মেলার ভেতর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নির্মিত হচ্ছে ব্যতিক্রমধর্মী আধুনিক কৃষি প্রযুক্তি মেলা, যাত্রা, সার্কাস, পুতুলনাচ, মৃত্যুকূপ, জাদু প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্তশিল্প, কুটির শিল্প, হরেক রকমের স্টল বিভিন্ন দোকানপাটের পসরা বসবে। খ্যাতনামা দেশি-বিদেশি পর্যটকসহ লাখ লাখ লোকের আনাগোনায় মুখরিত হয় কপোতাক্ষ অববাহিকা। এছাড়া মধুমেলার উন্মুক্ত মঞ্চে কবির জীবনের ওপরে প্রতিদিন চলবে আলোচনা সভা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মধুমেলাকে ঘিরে দেশি-বিদেশি পর্যটক ও বনভোজন সদস্যদের আগমনে সাগরদাঁড়িতে এখন বিরাজ করছে সাজ সাজ রব। পর্যটকরা সাগরদাঁড়ির মধুপল্লীর মধ্যে কবির জন্মভিটা, মিউজিয়াম, লাইব্রেরি ঘুরে ঘুরে দেখছেন। কেউ বা পুকুর পাড়ে বসে সময় কাটাচ্ছেন। অধিকাংশই আবার নৌকায় করে ঘুরছেন কপোতাক্ষ নদে। কেউ কেউ করছেন রান্নার কাজ। সংস্কৃতিপ্রেমীরা কপোতাক্ষ নদ পাড়ে গোল করে চেয়ারে বসে মধুকবির লেখা কবিতা পাঠ করছেন। পিকনিকের ছেলেমেয়েদের নাচ-গান, নৃত্য ও নারীদের চেয়ার সিটিং বালিশসহ নানা ধরনের গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলায় সাগরদাঁড়ি হয়ে উঠেছে উৎসবমুখর।

মেলার মাঠের ইজারাদার আকরাম হোসেন খান জানান, মেলার মাঠে আসা সব শ্রেণি-পেশার মানুষের বিনোদনের জন্য সব ধরনের আয়োজন করা হচ্ছে। বিশেষ করে শিশুদের বিনোদনের সব আইটেম রাখা হয়েছে এবারের মধুমেলায়।

তিনি বলেন, গত বছর মধুমেলায় মানুষের ভিড় ছিল বেশি। সে কারণে দর্শনার্থীদের কথা চিন্তা করে মেলার মাঠের সমপরিমাণ আর একটি জায়গা ৮ লাখ টাকা দিয়ে ৭ দিনের জন্য ভাড়া নেওয়া হয়েছে। এবারের মেলায় প্রায় ৩০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে তিনি আশাবাদী।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাগরদাঁড়ির মধুপল্লীতে নিয়োজিত কাস্টোডিয়ান হাসানুজ্জামান বলেন, মধুকবির টানে তার জন্মভূমি সাগরদাঁড়িতে দর্শনার্থী আসা শুরু করেছে। শুক্র, শনিবার সরকারি ছুটিতে ভিড় বাড়ছে। এখানে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা নেই। তবে জেলা পরিষদ ও কেশবপুর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে পর্যাপ্ত টয়লেটের ব্যবস্থা করা হচ্ছে। সরকারিভাবে একটি বাংলো নির্মাণাধীন রয়েছে। নির্মাণ সম্পন্ন হলে এ সমস্যা কিছুটা লাঘব হবে।

কবির জন্মবার্ষিকী ও মধুমেলা উদ্‌যাপন কমিটির সদস্য সচিব এবং কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন বলেন, কবির জন্মবার্ষিকী ও মধুমেলার সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা রক্ষায় ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেলায় পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করা হয়েছে। আশা করছি লাখ লাখ দর্শনার্থীর আগমন ঘটবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে ঘরে জ্বর ডেঙ্গু-করোনা নিয়ে আতঙ্ক

প্রিপেইড মিটারে রিচার্জ বন্ধ, ভোগান্তিতে ৪২ হাজার গ্রাহক

শিক্ষানীতি মানছেন না সিদ্ধিরগঞ্জের ৪ শিক্ষক

অপসারণের দাবিতে সড়ক অবরোধ, ভয়ে পালালেন স্বাস্থ্য কর্মকর্তা

সিভাসুতে তিন কর্মকর্তার পদাবনতি

দেশের শত্রুরাই পিআর নির্বাচনের বিরোধিতা করতে পারে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা, দুটিতে লড়বেন ফয়জুল করীম

দুই সন্তানসহ গৃহবধূকে গলা কেটে হত্যা, দেবর নিখোঁজ

ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশনের গর্বিত মুখ বাংলাদেশের নাসিম

বরিশালে এনসিপির পদযাত্র‍ায় ২০ সহস্রাধিক জনতার জমায়াতের প্রস্তুতি

১০

১৪৮ বছরের টেস্ট ইতিহাসে নতুন করে লেখালেন স্টার্ক

১১

মালয়েশিয়ায় প্রবেশের সময় ৯৬ বাংলাদেশি আটক

১২

চেয়ারে শহীদদের স্বজনেরা, মেঝেতে বসেন ৫ উপদেষ্টা

১৩

শ্যামলীতে ছিনতাইকারীদের একজন গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

১৪

নারীদের বীরত্বপূর্ণ অবদানে জুলাই উইমেন্স ডে উদযাপন

১৫

এসএসসি-এইচএসসিতে ভালো ফল করা শিক্ষার্থীদের জন্য সুখবর

১৬

মাকে জীবনের জন্য হুমকি দাবি, বাড়িতে ঢুকতে দেয়নি ছেলে 

১৭

চরমোনাইর দরবারে এনসিপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

১৮

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ মিছিল 

১৯

বাড়ির পেছনে পড়ে ছিল শিশুর বস্তাবন্দি মরদেহ

২০
X