চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অভ্যুত্থানে হামলার শিকার অন্ধ অন্তরের খোঁজ নেয়নি কেউ

স্ত্রী-সন্তানের সঙ্গে অন্ধ অন্তর। ছবি : কালবেলা
স্ত্রী-সন্তানের সঙ্গে অন্ধ অন্তর। ছবি : কালবেলা

জুলাই অভ্যুত্থানে হামলার শিকার অন্ধ অন্তরের খোঁজ নেয়নি কেউ। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা মিললেও বাদ পড়েছেন ভিক্ষাবৃত্তি করে জীবিকানির্বাহ করা অন্তর মিয়া।

অন্তরের (৩০) বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের সবুজ পাড়া এলাকায়। স্ত্রী মমতাজ বেগম ও দুই ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকেন তিনি।

জানা গেছে, ২ আগস্ট উপজেলার সরকারপাড়া মসজিদ থেকে জুমার নামাজের পর একদফা দাবিতে একটি মিছিল বের হয়। মিছিলটি কিছু দূর এগোনোর পর গতিরোধ করে দেয় পুলিশ। পরে মিছিলটি উপজেলার এলএসডি মোড়ে গিয়ে অবস্থান নেয়। এ সময় ছাত্রপ্রতিনিধিরা বক্তব্য দেওয়ার একপর্যায়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা করেন। সে সময় বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে ছিলেন অন্ধ অন্তরও। ঘটনার পর তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নেন।

সম্প্রতি চিলমারী উপজেলা প্রশাসন থেকে জুলাই অভ্যুত্থানে আহতদের মধ্যে ৭ জনকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা করা হয়েছে বলে জানা গেছে৷

অন্তর মিয়া বলেন, আলেমদের ওপর জুলুম-নির্যাতনের কারণে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনে নিজ থেকেই অংশ নিই। কিন্তু সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিলে কাঠের লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা ও মারধর করে। আমার ব্যবহৃত চলার জন্য লাঠি কেড়ে নিয়ে আমাকেও বেধড়ক মারধর করেন। আমি কয়েকদিন অসুস্থ থাকায় বাড়ি থেকে বের হতে পারিনি।

তিনি বলেন, শুনেছি সরকার থেকে অনেকেই সহায়তা পেয়েছে। কিন্তু আমাকে কেউ সহযোগিতা করেনি। আমার নিজস্ব কোনো জায়গা, জমি-বাড়ি কিছু নেই। আমি শ্বশুরবাড়িতে থাকি।

অন্তরের শাশুড়ি শাহেদা বেগম বলেন, জামাই চোখে দেখে না, অন্ধ। আমার মেয়েও অসুস্থ। সেও চলাফেরা করতে পারে না। আমাকে সব দেখাশোনা করা লাগে। জামাই আহত হলে ধারদেনা করে চিকিৎসা করিয়েছি৷

আন্দোলনে অংশ নেয়া সাজ্জাদ হোসেন নামে একজন বলেন, সেদিনের সেই আন্দোলনে আমিও ছিলাম। সেদিন অন্তরকেও দেখিছিলাম মিছিল করতে। হঠাৎ আওয়ামী লীগের লোকজন এসে মারধর করে। তবে বেশি কষ্ট হয়েছে যিনি চোখে দেখেন না, লাঠি ব্যবহার করে চলাচল করে ভিক্ষা করে খান- সেই লাঠি দিয়ে তাকেই মারা হয়েছিল।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিলমারীর ছাত্রপ্রতিনিধি মেহেদী হাসান শান্ত জানান, গণঅভ্যুত্থানে চিলমারী উপজেলায় যারা যারা আন্দোলনে গিয়ে আহত হয়েছিলেন তাদের সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হয়েছে। তবে সেখানে অন্তরের নাম বাদ পড়েছিল। বিষয়টি নিয়ে ইউএনওর সঙ্গে কথা বলেছি। পরবর্তীতে কোনো ধরনের সহায়তা এলে যেন অন্তরকে দেওয়া হয় সে বিষয়টি জানানো হয়েছে।

চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক জানান, সরকারিভাবে যাদের সহায়তা দেওয়া হয়েছিল সেটি সিভিল সার্জন অফিসের তালিকা অনুযায়ী দেওয়া হয়েছে। তারপরও অন্য কোনোভাবে যদি সহযোগিতা করা যায় সেটা দেখা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হোক জনগণ এমন কাউকে সুযোগ দেবে না : ডা. জাহিদ

স্ত্রী-সন্তানের জানাজায় অংশ নিতে প্যারোল না দেওয়ায় জাসদের ক্ষোভ

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করেনি পরিবার : স্বরাষ্ট্র মন্ত্রণালয়

‘বিয়ে যেদিন, সেদিনই জানবে সবাই’, প্রেম-বিয়ে নিয়ে সাফ কথা ভাবনার

রুয়েটে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানা গেল ভর্তির তারিখ

কিশোরদের এআই ব্যবহারে মেটার নিষেধাজ্ঞা

জনগণকে সঙ্গে নিয়ে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঠেকানোর ঘোষণা ড. কাইয়ুমের

শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে মাউশির জরুরি নির্দেশনা

মাইকেল মধুসূদন দত্ত / জন্ম দ্বিশতবর্ষের আলোয় আধুনিকতার প্রথম মহানায়ক ও তার মনস্তাত্ত্বিক বিনির্মাণ

খাবার সংক্রান্ত ৬ সাধারণ মানসিক রোগ এবং লক্ষণ

১০

গৃহকর্মীকে ধর্ষণের মামলায় পাকিস্তানের কিংবদন্তির ছেলে গ্রেপ্তার

১১

সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ

১২

‘মৃত্যু হলে জানাজায় আসবেন’ বহিষ্কারের পর আবেগঘন বার্তা বিএনপি নেতার

১৩

বিএনপির নারী প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, বিদ্রোহী প্রার্থীকে জরিমানা 

১৪

কাউন্দিয়া ও বনগাঁকে পর্যটন নগরী হিসেবে গড়ার অঙ্গীকার তুলির

১৫

‘ঋণখেলাপি ৩৯ প্রার্থী নিয়ে তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না’

১৬

রাষ্ট্র মেরামতের ধারণাপত্র

১৭

ইন্দোনেশিয়ায় বিশ্বের প্রাচীনতম গুহাচিত্র আবিষ্কার

১৮

শেখ হাসিনার বক্তব্য ঘিরে ক্ষোভ প্রকাশ, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন

১৯

গ্রাহকদের সুসংবাদ দিল কনফিডেন্স সিমেন্ট

২০
X