সিরাজগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার (১০ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শামছুল আজম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন, তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম পাইকপাড়া গ্রামের মৃত সমশের আলী শেখের ছেলে মো. দেলোয়ার হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার বাঙলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ধরইল গ্রামের মৃত রহমত আলীর ছেলে মো. ফজলরার রহমান (৪৯) এবং কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ও ঢেকুরিয়া পশ্চিমপাড়া মো. শহিদুল ইসলামের ছেলে মো. সুমন রেজা (২৪)।
মন্তব্য করুন