বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩২
এমএ বশার, বাউফল (পটুয়াখালী)
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১১ এএম
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে বেড়েছে বোরো আবাদ

পটুয়াখালীর বাউফলে বোরো রোপণে ব্যস্ত কিষান। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফলে বোরো রোপণে ব্যস্ত কিষান। ছবি : কালবেলা

মাঘের মাঝামাঝি কুয়াশায় ঢাকা ভোর কিংবা হিমহিম সন্ধ্যাতেও ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানি। কেউ সেচ দিয়ে জমি প্রস্তুত করছেন, কেউ তুলছেন বীজতলা থেকে চারা। কেউ আবার করছেন রোপণের কাজ। বসে নেই ছোটরাও। কাজের সহযোগিতায় বাবা-মায়ের সঙ্গে ছুটে আসছে তাদের ছেলেমেয়েরাও।

কৃষকের ব্যস্ত সময় কাটানোর এমন দৃশ্য পটুয়াখালীর বাউফলের গোয়ালিয়া বাঘা, কেশবপুর, ধানদী, নাজিরপুর, শৌলা, চরকালাইয়া, চন্দ্রদ্বীপসহ উপজেলার বিভিন্ন এলাকার। আমনের বাম্পার ফলন আর বাজারদর ভালো পাওয়ায় বোরো ধান চাষে আগ্রহ বেড়েছে তাদের। চাষবাসের কাজে এখন পার করছেন ব্যস্ত সময়।

দেশের উত্তরাঞ্চলের তুলনায় ফসল মৌসুমের ২০-২২ দিনের তারতম্য থাকলেও পৌষ-মাঘ এই দুই মাস উপকূলীয় বাউফলে বোরো ধান চাষের উপযুক্ত সময়।

উপজেলার সূর্যমনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাঙ্গাশিয়া গ্রামের কৃষক মো. সোহেল মিয়া বলেন, এবার তিন একর জমিতে স্থানীয় জাতের চৈতা বোরোসহ উপজেলা কৃষি অফিস থেকে বীজ সংগ্রহ করে বোরোর আবাদ করেছেন তিনি।

একসময় এসব জমিতে আমন ছাড়া আর কোনো ফসল পাওয়া যেত না। বোরো চাষের আওতায় আসায় সম্প্রতি শুধু পাঙ্গাশিয়া বিলেই অন্তত ৫০০ হেক্টর জমি তিন ফসলি জমিতে রূপান্তরিত হয়েছে—এমনটাই জানিয়েছেন কৃষক সোহেলের মতো ধানদী, নাজিরপুর, ছয়হিস্যা, চরকালাইয়া, শৌলা গ্রামের মাঠপর্যায়ের চাষি ও সংশ্লিষ্টরা।

মাঠে কৃষকপর্যায়ে কালবেলার অনুসন্ধানে জানা গেছে, একই জমিতে আমন শেষে সামান্য কলাই, মুগ জাতীয় কিছু ফলানো গেলেও কয়েক বছর আগেও উপজেলার হাজার হাজার হেক্টর জমি বছরজুড়ে পতিত থাকত। শুধু বৃষ্টিপাতের ওপর ভরসা করেই এখানের কৃষকরা বোরো চাষ করতেন। বিএডিসির মাধ্যমে ১৯৭৮-৭৯ সালে উপজেলায় খাল খনন ও মাঠপর্যায়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে ও বিনা ভাড়ায় ৪৮০টি ২২০ সিসি সেচযন্ত্র প্রদান করা হয়। কৃষকপর্যায়ে তখন রোরো ও ইরি চাষে ব্যাপক সাড়া পড়ে। ভারত, ইংল্যান্ড ও চীনের তৈরি ২ কিউসেক সেচ সুবিধার ওইসব যন্ত্রের একেকটির মাধ্যমে প্রায় ৬০ একর জমি আবাদ করা গেলেও ভর্তুকি বন্ধ ও অব্যবস্থাপনায় প্রকল্পের কাজ মুখথুবড়ে পড়ে।

বর্তমানে ৭ জেলা (বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠী, বরগুনা, মাদারীপুর, শরীয়তপুর) কৃষি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাউফলে কৃষক গ্রুপের মধ্যে ৫০টি সেচ পাম্প বিতরণ করা হয়েছে। সেচ সুবিধা আরও বৃদ্ধি করাসহ সার-ওষুধের দাম কমিয়ে আনলে ও ভালো বাজারদর পেলে বোরো চাষে কৃষকের যেমন আগ্রহ বাড়বে, তেমনি এখানকার অর্থনীতির চাকা বেগবান ও চাঙ্গা হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনছার উদ্দিন কালবেলাকে জানান, চলিত বছরে বাউফলে স্থানীয় জাতের ২০ হেক্টর চৈতা বোরোসহ ৮ হাজার ৫০৩ হেক্টর বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। তবে এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। উপকূলীয় প্রতিকূল পরিবেশ ও নোনা পানি সহনীয় বিবেচনায় রেখে এরই মধ্যে ১ হাজার ৬০০ জন কৃষককে ৫ কেজি করে উন্নত জাতের বীজ ও ২০ কেজি রাসয়নিক সার বিতরণ করা হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তারা মাঠে কৃষকের সঙ্গে কাজ করে যাচ্ছেন। কৃষকের মধ্যে আরও সেচ পাম্প প্রদান, খাল-নালা ও পতিত পুকুর-ডোবা খননের মাধ্যমে সেচ সুবিধা দিয়ে বোরো আবাদ আরও বৃদ্ধি করা সম্ভব। আশা করছি কৃষকরা বোরো আবাদে এবার ভালো ফলন পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিডিও ভাইরাল / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার পদ স্থগিত

পুরোদমে চলছে ঈদ মিছিলের প্রস্তুতি : আসিফ মাহমুদ

১৫ লাখে সেই উমানাথপুর গ্রামটি বিক্রি

নৈশ প্রহরীরা পেলেন তারেক রহমানের মোবাইল উপহার

এনসিপির ইফতারে আ.লীগ নেতা

ঈদযাত্রায় নৌপথে ডাকাত আতঙ্ক, বাড়তি ভাড়া নিয়ে শঙ্কা

স্বাধীনতা দিবসে বানৌজা শহীদ ফরিদ উন্মুক্ত

দ্বিতীয় স্বাধীনতার বিষয়ে বললেন জামায়াত সেক্রেটারি

প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে মানুষের সঙ্গে কাজ করতে চাই : সারজিস

ঈদযাত্রা / অনেক প্রস্তুতি থাকলেও গাজীপুরের বিভিন্ন পয়েন্টে ভোগান্তির আশঙ্কা

১০

ভবনসহ ৪ কোটি টাকার সম্পত্তি দখল করলেন ব্যবসায়ী আনোয়ার

১১

জিয়াউর রহমানের ঘোষণাতেই জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : নীরব

১২

দুর্নীতির স্বর্গরাজ্য গড়েছেন রাজশাহী মাউশির এডি আলমাছ

১৩

ইজিবাইক চাপায় শিশুসহ নিহত ২, আহত ৪

১৪

ছাত্র আন্দোলনে হামলার মামলার আসামি প্রয়াত মুক্তিযোদ্ধা

১৫

৫ আগস্টের টেকনিক ব্যবহার করে তরুণরা নির্বাচনে জিতবে : নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

সংসদের বাইরে সমস্যার কোনো সমাধান নেই : আমির খসরু

১৭

খুলনা জেলা বিএন‌পির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

১৮

ঈদকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ : আবু হানিফ

১৯

কোটি টাকার পাথর লুট, বিএনপির ৩১ জনের নামে মামলা

২০
X