শওকত হাসান, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫২ এএম
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

ঋতুরাজ বসন্তকে বরণ করতে প্রস্তুত শিমুল বাগান

ফুলে ফুলে ছেয়ে গেছে শিমুল বাগান, দেখা দিয়েছে সাজ সাজ রব। ছবি : কালবেলা
ফুলে ফুলে ছেয়ে গেছে শিমুল বাগান, দেখা দিয়েছে সাজ সাজ রব। ছবি : কালবেলা

শীতের আমেজ শেষে আসছে বসন্ত। পাতা ঝরার বিবর্ণ প্রকৃতিতে জেগে উঠতে শুরু করেছে নতুন প্রাণ। বসন্তের ফুল শিমুল ফুটতে শুরু করেছে। শিমুল ফুলে জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনি বার্তা। প্রতি বছরের ন্যায় এবারও সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ শিমুল বাগানে দেখা দিয়েছে সাজ সাজ রব। চারিদিকে ফুলে ফুলে ছেয়ে গেছে বিশাল বিস্তৃত ১০০ বিঘা জমির ওপর এ শিমুল বাগান।

বসন্ত বরণ ও ভালোবাসা দিবস উদ্‌যাপনের জন্য প্রকৃতিপ্রেমী ও নবদম্পতিদের কাছে পছন্দের স্থান এ শিমুল বাগান। বসন্তের আগমনকে কেন্দ্র করে বছরের এ সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতিপ্রেমীরা যায় সেখানে।

প্রতি বছর ফাল্গুন মাসের সপ্তাহখানেক আগে থেকেই সারি সারি গাছের ডালে ফুটতে থাকে শিমুল ফুল। ফুল ফুটার সঙ্গে সঙ্গে বেড়ে যায় প্রকৃতি প্রেমীদের আনাগোনা। এবারও তার ব্যতিক্রম হয়নি, ইতোমধ্যে প্রতিদিন হাজারো দর্শনার্থী আসতে শুরু করেছে এ বাগানে। তবে পহেলা ফাগুন ও ভালোবাসা দিবসে দর্শনার্থীদের উপস্থিতির পরিমাণ অন্যান্য দিনের তুলনায় বহুগুণ বেড়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে দেশের সর্ববৃহৎ শিমুল বাগানে সারি সারি হাজার হাজার গাছে ফুটে আছে শিমুল ফুল। গাছ থেকে ঝরে মাটিতে পড়ে থাকা রক্ত রাঙা শিমুল ফুল দেখে মনে হয় যেন লাল ফুলের গালিচা। ১৫/২০ জন শিশু-কিশোর পর্যটকদের জন্য শিমুল ফুলের মালা তৈরি করে বিক্রি করছেন। কেউ তাজা শিমুল ফুল দিয়ে ভালোবাসার ফ্রেম তৈরি করে রেখেছেন। পর্যটকদের বাড়তি আনন্দ দিতে এ বাগানে রয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে।

জানা গেছে, প্রায় ২৩ বছর আগে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন নিজ উদ্যোগে পার্শ্ববর্তী উত্তর বড়দল ইউনিয়নের যাদুকাটা নদীর তীরে মেঘালয় পাহাড় ঘেঁষা মানিগাওঁ গ্রাম সংলগ্ন ১০০ বিঘা জমি জুড়ে বিশাল এক শিমুল বাগান গড়ে তোলেন। রূপের নদী যাদুকাটার এক পাড়ে ভারতের মেঘালয় পাহাড় অন্য পাড়ে বিশাল এ শিমুল বাগান। তৎকালীন সময়ে জেলা জুড়ে পরিচিত এ বৃক্ষপ্রেমী নিজের প্রায় ১০০ বিঘা জমিতে তিন হাজার শিমুল গাছ রোপণ করেন। ক্ষণে ক্ষণে বেড়ে ওঠা গাছগুলো এখন হয়ে উঠেছে সারা দেশের মানুষের কাছে পরিচিত এক নাম ‘শিমুল বাগান’। বাগানটিতে এবার সৌন্দর্যবর্ধনে করা হচ্ছে বিভিন্ন আঙ্গিকে। বসার সু-ব্যবস্থা করা হয়েছে। সে সঙ্গে বাগানের ভেতরেই ক্যান্টিন স্থাপন করা হয়েছে।

বাগান কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে বাগানে ফুল ফুটতে শুরু করে। ইতোমধ্যে ফুলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকরা আসছেন বাগানে। তবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি পর্যটক আসবেন বলে তারা ধারণা করছেন তারা।

সুনামগঞ্জ শহর থেকে বাগানে ঘুরতে আসা শাওন, সুমন ও রবিনসহ কয়েকজন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বাগানে ফুল ফোটার পোস্ট দেখে আমরা বন্ধুরা ঘুরতে এসেছি। এসে খুবই ভালো লাগছে। আমাদের সবার উচিত ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে এ বাগানে ঘুরে যাওয়া।

বাগানে ঘুরতে আসা মাহিন আহমেদ নামে একজন বলেন, একটি ব্যতিক্রম পর্যটন স্পট। নদী, পাহাড় আর শিমুল বাগান এখানে মিলে মিশে একাকার। বাগানটি দেখতে অসাধারণ। এত বড় শিমুল বাগান দেশের অন্য কোথাও নাই। বাগানের ভেতরে ঢুকলে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। ভালোবাসা দিবসে বসন্ত বরণ করতে ফুলের সৌন্দর্য ঘেরা এ শিমুল বাগানে আসতেই হবে।

বাগান মালিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, পর্যটকদের সুবিধার জন্য বাগানে ক্যান্টিন ক্যাফে সার্ভিসসহ বিভিন্ন সেবা চালু করা হয়েছে। এ বছর আরও কিছু সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে এবং বসার সু-ব্যবস্থা করা হয়েছে।

তাহিরপুর থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তার জন্য পুলিশ সব সময় তৎপর রয়েছে। বিশেষ বিশেষ দিনগুলোতে বাগান ও আশপাশের এলাকায় পুলিশ টহল দিয়ে থাকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভীকে কারাগারে পাঠানোর আদেশ

যমুনার সামনে তৈরি হচ্ছে আ.লীগ নিষিদ্ধের মঞ্চ

বিমানে ব্যাপক পরিবর্তন আনছে ট্রাম্প প্রশাসন

পারভেজ হত্যায় গ্রেপ্তার টিনা, ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা

ভারতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অস্বীকার পাকিস্তানের

পাকিস্তানে আরেকটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত

‘৯ মাসেও গণহত্যাকারী দল নিষিদ্ধ হলো না কেন’

বাদ জুমা বড় জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা / নিহত ৪ জনের দুজন ছিলেন মসজিদের ইমাম

১০

রাতে শিবির মাঠে নামায় পাল্টে গেল দৃশ্যপট

১১

যমুনার সামনে রাতভর যা যা হলো

১২

কয়টি রাফায়েল আছে ভারতের, একেকটির দাম কত?

১৩

ফের গোলাগুলি শুরু, উত্তেজনা তুঙ্গে ভারত-পাকিস্তান সীমান্তে

১৪

ভারত-পাকিস্তান যুদ্ধে নাক গলাতে চায় না যুক্তরাষ্ট্র

১৫

দুপুরের মধ্যেই আ.লীগকে নিষিদ্ধের দাবি ড. মাসুদের

১৬

সকালেও বিক্ষোভ চলছে যমুনার সামনে

১৭

জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা

১৮

আগুনে ঘি ঢালা নয়, শান্তি চাই : এরদোয়ান

১৯

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X