লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩৯ পিএম
আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

চাঁদার অভিযোগে সন্তানসহ বিএনপি নেতা আটক, কর্মীদের সড়ক অবরোধ

সড়ক অবরোধ করে ক্রিকেট খেলেন স্থানীয়রা। ছবি : কালবেলা
সড়ক অবরোধ করে ক্রিকেট খেলেন স্থানীয়রা। ছবি : কালবেলা

নাটোরের লালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা খোকনসহ তার দুই সন্তানকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা লালপুর ত্রিমোহিনী চত্বরে দুই দফায় ৪ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে যৌথবাহিনীর একটি দল উপজেলার দক্ষিণ লালপুর কলোনি পাড়ায় অভিযান চালিয়ে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোকনসহ (৫০) তার দুই সন্তান ফিরোজ (৩২) ও অনিককে (২৪) আটক করে লালপুর থানায় সোপর্দ করে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ও দুপুরে এ ঘটনার প্রতিবাদে তাদের মুক্তির দাবিতে স্থানীয় বিএনপি নেতারা দুই দফায় ৪ ঘণ্টা সড়ক অবরোধ করেন। এতে লালপুর-ঈশ্বরদী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ঈশ্বরদী-বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হলে রাস্তায় চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিএনপি নেতারা অভিযোগ করে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি ও তার ভাই জাহাঙ্গীর মেম্বার ওয়ার্ড বিএনপি নেতা খোকনকে মারধর করে একটি মোবাইল ফোন ভেঙে দেয়। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সেই মোবাইল ভাঙচুরের ঘটনা ২০ হাজার টাকা জরিমানা দিয়ে নিষ্পত্তি করেন তারা। সেই ২০ হাজার টাকা লেনদেনের ঘটনা গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন তারা। পরে ভিডিও ক্লিপটি ভাইরাল হলে অভিযান চালিয়ে খোকনসহ তার দুই সন্তান ফিরোজ ও অনিককে বাড়ি থেকে আটক করা হয়।

খোকনের স্ত্রী রত্না বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে যৌথবাহিনীর সদস্যরা তাদের বাড়ি ঘিরে ঘরে প্রবেশ করে তার স্বামী খোকনসহ দুই ছেলেকে উঠিয়ে নিয়ে যায়।

এ বিষয়ে লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু কালবেলাকে বলেন, আমি বিষয়টি সম্পর্কে অবগত আছি। একটি ভুল বোঝাবুঝির কারণে তাদের আটক করা হয়েছে।

লালপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতি দৈনিক কালবেলাকে জানান, আমি ও আমার পরিবার কোনো অভিযোগ করিনি। আমরা ডেভিল হান্ট অভিযানে আটকের ভয়ে বাড়ি ছাড়া।

এ ব্যাপারে লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান কালবেলাকে জানান, ১৫১ ধারায় অপরাধ নিবারণকল্পে অপরাধ প্রতিরোধ আইনে দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১০

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১১

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১২

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৩

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৪

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৫

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৬

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

১৭

নারীদের মর্যাদা নিশ্চিত হবে এমন বাংলাদেশ গড়তে চাই : জামায়াত আমির

১৮

ফুটবল মাঠে বন্দুকধারীদের তাণ্ডব, প্রাণ গেল ১১ জনের

১৯

আইইউবিএটির সমাবর্তনে বৈশ্বিক শিক্ষার ওপর গুরুত্ব পররাষ্ট্র উপদেষ্টার

২০
X