কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ময়মনসিংহ সিটি করপোরেশনে দুদকের অভিযান

ময়মনসিংহ সিটি করপোরেশনে দুদকের অভিযান। ছবি : কালবেলা
ময়মনসিংহ সিটি করপোরেশনে দুদকের অভিযান। ছবি : কালবেলা

ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণকাজের অনিয়মের অভিযোগে সিটি করপোরেশনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে দুদকের প্রতিনিধি দল সিটি করপোরেশনে অভিযান শুরু করেন।

দুদক সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২১ মার্চ আলী আহাম্মদ নামে সিকে ঘোষ রোড এলাকার একজন বাসিন্দা দুদকের ময়মনসিংহ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগে উন্নয়ন প্রকল্পের কাজ যতটুকু হয়েছে তার চেয়ে বেশি দেখিয়ে বিল উত্তোলন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে দুদক প্রধান কার্যালয় থেকে অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

দুদক ময়মনসিংহের সহকারী পরিচালক বুলু মিয়া বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে দুদুকের প্রধান কার্যালয়ের অনুমোদনের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়ক ও ড্রেনেজ নেটওয়ার্ক উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হচ্ছে। সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, ২০১৮ সালে ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার মানুষের চাহিদা বিবেচনায় সরকার ২০২০ সালের ৭ ডিসেম্বর বিশেষ প্রকল্প অনুমোদন দেয়।

১ হাজার ৫৭৫ কোটি টাকা ব্যয়ে ‘ময়মনসিংহ সিটি করপোরেশন সড়ক উন্নয়ন ও ড্রেনেজ নেটওয়ার্কসহ নাগরিক সেবা উন্নতকরণ’ শীর্ষক প্রকল্পের কাজ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এক বছর বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সময় ধরা হয়েছে।

দুদকের অভিযানিক দল সকাল সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ও প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম মিঞার কক্ষে গিয়ে প্রকল্পের তথ্য চান। বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত দুদকের কর্মকর্তার প্রধান প্রকৌশলীর কক্ষে অবস্থান করছিলেন।

পরে দুদকের কর্মকর্তারা সিটি কর্পোরেশনের ২ কোটি ৭৮ লাখ টাকার একটি প্রকল্পের ড্রেনেজ এবং রাস্তা অনিয়মের দুর্নীতির বিষয়ে সরেজমিনে দেখতে যান। নগরীর আমলাপাড়া, বাগমারা, ভ্রাম্যপল্লী, রাস্তা ও ড্রেনেজ ইস্পাট দ্বারা ম্যানেজমেন্ট করা হয়।

সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোফাখখারুল ইসলাম বলেন, ফিতা টেনে রাস্তা পরিমাপ করে কমবেশি পাওয়া গেছে। সবার সম্মিলিত স্বাক্ষরে প্রতিবেদন দেওয়া হবে। মাপঝোঁকের সময় সিটি করপোরেশনের কর্মকর্তারাও ছিলেন।

সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (সিভিল) আজহারুল হক বলেন, যে অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান চালিয়েছে সেখানে কোনো ধরনের দুর্নীতি হয়নি। ক্ষোভের বশত কেউ অভিযোগ দায়েরে করেছে; এতে সিটি করপোরেশনের সম্মানহানি ছাড়া কিছু নয়।

ময়মনসিংহ সিটি করপোরেশন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, দুদকের অভিযান সম্পর্কে তারা আগে থেকে জানতেন না। এভাবে অভিযান পরিচালনা করে সিটি করপোরেশনের মান ক্ষুণ্ণ হয়েছে। তারপরও দুদকের চাহিদার প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে। কাজ শেষ না করে কোনো ঠিকাদারকে বিল দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১০

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১১

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১২

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৩

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৪

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৫

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৬

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৭

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৮

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

১৯

ছাত্র সংসদের দাবিতে ‘আমরণ অনশন’ ঘিরে বিভক্ত বেরোবির শিক্ষার্থীরা

২০
X