চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম মহানগরী মহিলা জামায়াতের মানববন্ধন

ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন নারী ও শিশুরা। ছবি : কালবেলা
ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন নারী ও শিশুরা। ছবি : কালবেলা

ফিলিস্তিনে নিরীহ নারী-শিশু হত্যাকাণ্ড এবং দেশজুড়ে আছিয়াসহ নারী-শিশুদের ওপর সংঘটিত পাশবিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগ।

রোববার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি ফরিদা খানমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ডা. উম্মে ফেরদৌসুন নাহার, মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রধান শিক্ষিকা আয়েশা পারভিন, মহানগরীর শূরা সদস্যা প্রফেসর উম্মে ফাতেমা, ছোট্ট মনি সামারা ও উম্মে মেহেরিন।

মানববন্ধনে বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম মানবতাবিরোধী অপরাধের দৃষ্টান্ত স্থাপন করেছে ইসরায়েল। পবিত্র মাহে রমজানে যুদ্ধ বিরতি লঙ্ঘন করে তারা ফিলিস্তিনের ওপর বর্বরতম হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এখনো হামলা অব্যাহত রয়েছে। এটি মুসলিম বিশ্বকে ব্যথিত করেছে। অনতিবিলম্বে জাতিসংঘ কর্তৃক ইসরায়েলের এ হামলা বন্ধ করতে হবে। অতিদ্রুত গাজায় পানি বিদ্যুৎ, ইন্টারনেট সেবা, জরুরি খাদ্য ও স্বাস্থ্যসেবা সহযোগিতা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

মুসলিম উম্মাহর কাছে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, আসুন মানবতার বিরুদ্ধে অবস্থানকারী ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হই। তাদের পণ্য বয়কট করি, তাদের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করি। কোনো সভ্য জাতি গণহত্যা চালাতে পারে না। ইসরায়েলি গোষ্ঠী পৃথিবীর ইতিহাসে অসভ্য ও সন্ত্রাসী গোষ্ঠী। তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক ছিল না, থাকতে পারে না।

তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গোপনে ইসরায়েলি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। অনতিবিলম্বে সেই নিষেধাজ্ঞা বর্তমান সরকারকে আবারও পুনর্বহাল করতে হবে।

জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর মহিলা বিভাগের নেত্রীরা বলেন, মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ ও বিবেকবোধ জাগ্রত করতে সবচেয়ে বেশি প্রয়োজন ধর্মীয় শিক্ষাব্যবস্থা। দেশে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন শিক্ষাব্যবস্থা প্রণয়ন করতে হবে। কোনো ধর্মই আছিয়ার মতো ঘটনার বিষয়কে অনুমোদন দেয় না। অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতার ৫৩ বছরেও ব্রিটিশদের কেরানি তৈরির শিক্ষাব্যবস্থা বলবৎ রাখা হয়েছে। মানুষকে মানবিকতা শেখাবে এমন কোনো শিক্ষাব্যবস্থা এখনো প্রণয়ন করা সম্ভব হয়নি।

বক্তারা বলেন, নারী সমাজকে তার যথাযোগ্য মর্যাদা দিতে হবে। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আছিয়া হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর মহিলা জামায়াতের সাবেক সেক্রেটারি জোবেদা মোহসিন, অঞ্চল দায়িত্বশীল মেরিনা সুলতানা, অঞ্চল সহকারী রায়হান জামিলা, দক্ষিণ জেলা সেক্রেটারি গুলশান হোসাইন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীদের ভোটদান সহজতর করা না হলে ভোটাধিকারের মূল্য নেই

বরিশালে দফায় দফায় সংঘর্ষ, অর্ধ শতাধিক বাস ভাঙচুর

১৩৩ আসনে প্রার্থী ঘোষণা গণফোরামের

সাধারণ কর্মী হিসেবে আপনাদের পাশে থাকতে চাই : নজরুল ইসলাম আজাদ

রাজধানীতে ৩ ঘণ্টায় পাঁচ ককটেল বিস্ফোরণ

দুই ছেলের নির্যাতনের শিকার হলেন বৃদ্ধ বাবা

বাংলাদেশের জার্সিতে প্রথম জয় পেতে মরিয়া সামিত সোম

সন্ধ্যার পর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ

এই ৬ কাজ করছেন? মুহূর্তেই বর্ষিত হবে আল্লাহর লানত

নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর আঞ্চলিক শান্তির প্রয়াস : মুশফিকুর রহমান

১০

নতুন বিপদে গাজার বাসিন্দারা

১১

যে একাদশ নিয়ে সেনেগালের বিপক্ষে নামতে পারে ব্রাজিল

১২

আকুপাংচার চীনের প্রাচীন চিকিৎসা

১৩

‘ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র শুরু করেছে’

১৪

রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদের ভাষায় কথা বলছে : সাদিক কায়েম

১৫

সঞ্জুকে দলে টেনে অধিনায়কের নাম জানাল চেন্নাই

১৬

সিলেবাস সংস্কারে আধুনিক প্রযুক্তিকে গুরুত্ব দেওয়া হচ্ছে : ভিসি আমানুল্লাহ

১৭

তরুণদের মধ্যে ডায়াবেটিস রোগ কেন বাড়ছে? মূল কারণ জানাল গবেষণা

১৮

পুলিশের হাতে কামড় দিয়ে পালালেন আসামি

১৯

২৬ টুকরো লাশের মামলায় জরেজ-শামীমা ৫ দিনের রিমান্ডে

২০
X