রুবেল মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১০:৩৮ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১১:১২ এএম
অনলাইন সংস্করণ

ঈদযাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি ছিনতাই আতঙ্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি : কালবেলা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ছবি : কালবেলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতির হটস্পট খ্যাত কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত বিভিন্ন সময় ঘটছে ছিনতাই ও ডাকাতির ঘটনা। রাত হলেই এ মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রী ও চালকদের প্রায়শই পড়তে হচ্ছে ডাকাত ও ছিনতাইকারীর কবলে। ফলে এবারের ঈদযাত্রা নিয়ে এ মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পটপরিবর্তনের ৭ মাসে এখানে বহু ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

অনুসন্ধানী তথ্য সূত্রে জানা যায়, বাংলাদেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক এটি। প্রতিদিন এ সড়ক দিয়ে অন্তত ৩০ হাজারের বেশি যানবাহন যাতায়াত করে। তবে বছরের দুই ঈদকে কেন্দ্র করে এ মহাসড়কে পরিবহনের চাপ প্রায় দ্বিগুণ বেড়ে যায়। আর এই সময়টায় ছিনতাইকারী ও ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে মানুষের সর্বস্ব লুটে নেয়। তাই এবারের ঈদযাত্রা নিয়ে যানবাহন চালকরা বেশ আতঙ্কিত ও উদ্বিগ্ন।

আরও জানা যায়, ৫ আগস্ট থেকে মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোলপ্লাজার ১৬ কিলোমিটার পর্যন্ত এ অংশে ঘটে যাওয়া বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় মানুষের মনে ভীতির জন্ম হয়েছে। যার কারণে এ অংশকে অপরাধের হটস্পট হিসেবে গণ্য করেছেন পরিবহন চালকরা।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে ৫ আগস্টের পর ঘটে যাওয়া ডাকাতি ও ছিনতাইয়ের মধ্যে ২০২৪ সালের ৮ ডিসেম্বর রাতে সাংগঠনিক কাজে ঢাকা থেকে বান্দরবানের লামায় যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া অংশে বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মাইক্রোবাস আটকে দেয় একদল ছিনতাইকারী। ওই সময় সমন্বয়কদের ওপর আঘাত করে তাদের সঙ্গে থাকা মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় অপরাধীরা।

গত ১৪ ফেব্রুয়ারি আবু হানিফ ও রাজিব ভুঁইয়া নামের দুই প্রবাসী ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার পথে মহাসড়কের বন্দর এলাকার কেওঢালা এলাকায় ডাকাতদের কবলে পড়েন। তাদের অর্থসহ সব কিছু নিয়ে যাওয়া হয়।

গত ২৬ ফেব্রুয়ারি ভোরে মহাসড়কের সোনারগাঁ পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকার সাধু পেপার মিলের সামনে সিরাজুল ইসলাম নামের এক কুয়েত ফেরত প্রবাসী ডাকাতির শিকার হন। সেই রাতে ভুক্তভোগীকে বহনকারী গাড়িতে হামলা চালিয়ে পাসপোর্টসহ প্রায় ৫ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে রাস্তার এক পাগল থেকে মহাসড়কের পাশে অবস্থিত খাবার হোটেলের মালিক একটি পাসপোর্ট উদ্ধার করে দৈনিক কালবেলার সাংবাদিককে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশের সহায়তায় সেই কুয়েত প্রবাসীর পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয়। ওই একই রাতে অসুস্থ বোনকে চিকিৎসা করে বাড়ি ফেরার পথে মুন্সিগঞ্জের গজারিয়া থেকে আসা এক নারী ও তার দেবর ছিনতাইয়ের শিকার হন। সেই রাতে হাসপাতালের কাজ শেষে নিজের খালাতো ভাইয়ের বাসায় যাওয়ার পথে সোনারগাঁয়ের পৌর এলাকার দৈলেরবাগে একদল ছিনতাইকারী ওই নারী ও তার দেবরকে আটকে তাদের সঙ্গে থাকা নগদ অর্থ ও সোনার চেইন নিয়ে যায়।

সর্বশেষ গত ১৫ মার্চ দুপুরে মহাসড়কের সোনারগাঁয়ের দড়িকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে দিনে দুপুরে ‘দিবা এন্টারপ্রাইজ’ নামক একটি বেসরকারি কোম্পানির ম্যানেজারের মাইক্রোবাসের গতিরোধ করে ফিল্মি স্টাইলে ১ কোটি ১০ লাখ টাকা ডাকাতি করা হয়।

এদিকে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, ২০২৪ সালের ১৪ নভেম্বর থেকে এ বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত হাইওয়েতে ডাকাতির মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে। এবারের ঈদযাত্রায় ডাকাতি ও ছিনতাই রোধে ইতোমধ্যে পুলিশের অতিরিক্ত ফোর্স কাজ করে যাচ্ছে। তেমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলেও আশা করেন তারা।

উপজেলার কাঁচপুর, মদনপুর ও মোগরাপাড়া বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারের কয়েকজন কর্মকর্তা কালবেলাকে জানান, এখন পর্যন্ত যাত্রীর চাপ তেমন পড়েনি তবে ২৫ রোজার পর থেকে দম ফেলার সময় পাবেন না৷ তবে প্রশাসনের তৎপরতায় ঘরমুখো যাত্রীদের ঈদযাত্রা স্বস্তির হওয়া সম্ভব। যাত্রী এবং চালকদের নিরাপত্তায় প্রশাসনকে মহাসড়কে পর্যাপ্ত গুরুত্ব দেওয়ার অনুরোধও করেন তারা।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোরশেদ জানান, ঈদ যাত্রায় যাত্রীদের নিরাপত্তায় এখন থেকেই আমাদের টহল টিম বাড়িয়ে দিয়েছি। আমরা মহাসড়কে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সর্বদা সতর্ক অবস্থানে আছি৷ তবে দুদিন পর থেকে আমাদের টহল টিম আরও বাড়বে। আশা করি, এবারের ঈদযাত্রায় কোনো ভোগান্তি হবে না।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ- সার্কেল) আসিফ ইমাম বলেন, এবারের ঈদযাত্রায় ঘরমুখী সাধারণ মানুষ যেনো স্বস্তি ও নিরাপদে যেতে পারে সে ব্যাপারে এসপি স্যারের নির্দেশে এখন পর্যন্ত ৫টি টহল টিম দেওয়া হয়েছে। ২৬ মার্চের প্রোগ্রাম শেষ হলেই আমরা আরও টহল টিম বাড়াব৷ মহাসড়কে ডাকাতি-ছিনতাই রোধে আমরা বাড়তি সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা করেছি। মহাসড়কজুড়ে ঈদের আগে ও পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

আন্দোলনের একপর্যায়ে ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই : নাহিদ ইসলাম

স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

বিপিএল নিয়ে অবশেষে বড় ঘোষণা

কমলো সঞ্চয়পত্রের মুনাফার হার, আজ থেকে কার্যকর

৫ দিনেও হয়নি সেই নারীর ডাক্তারি পরীক্ষা

যুদ্ধবিরতির পর নিহতের নতুন সংখ্যা জানাল ইরান

সিটিকে বিদায় করে ক্লাব বিশ্বকাপে আল হিলালের বড় অঘটন

ডেঙ্গু জ্বর: কিছু তথ্য

এইচএসসিতে প্রশ্নপত্র নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সতর্কতা

১০

জুলাই অভ‍্যুত্থান : মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

১১

৪৪তম বিসিএসের প্রশাসন ক্যাডারে প্রথম ফরহাদ

১২

‘দুঃখিত, এবার আর তা হবে না’

১৩

‘কূটনীতির দরজা কখনো পুরোপুরি বন্ধ হয় না’

১৪

তেলের দামে বড় পতনের আভাস

১৫

এসএসসি পাসেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

১৬

৩২৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, বাবা-ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

১৭

জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি / রাজু ভাস্কর্যে ছাত্রসমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা

১৮

ইরানের কমান্ডার কানি গুপ্তচর কি না, জানাল মোসাদ

১৯

যুক্তরাষ্ট্রের হাত ধরেই শুরু হয়েছিল ইরানের পরমাণু কর্মসূচি

২০
X