নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণে বাঁচল ৪০ যাত্রী, প্রশংসায় ভাসছেন বাসচালক

ক্ষতিগ্রস্থ বাস, ইনসেটে আহত বাসচালক মো. সোহেল। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্থ বাস, ইনসেটে আহত বাসচালক মো. সোহেল। ছবি : কালবেলা

একটি বাসকে ৪০ কিলোমিটার ধাওয়া করার পর ইটের আঘাতে চালকের চোয়াল ভেঙে দিয়েছে একদল মোটরসাইকেল আরোহী। হামলাকারীদের অনেকে ডাকাত বলে সন্দেহ করলেও পুলিশ বলছে, তারা ডাকাত নয়। আহত বাসচালক মো. সোহেলকে (৩৮) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী ‘একুশে পরিবহনের’ একটি বাস কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হলে তাড়া করে একদল মোটরসাইকেল আরোহী। তারা ১২-১৩টি নম্বরবিহীন মোটরসাইকেলে বাসটিকে ধাওয়া করতে থাকে। প্রায় ৪০ কিলোমিটার ধরে বাসটিকে অনুসরণ করার পর কুমিল্লার লাকসাম এলাকায় এসে বাসটি থামাতে দুই দফায় চালক সোহেলের দিকে ইট ছুড়ে মারে তারা। এতে তার চোয়াল থেঁতলে যায় এবং মাথা ও মুখে গুরুতর জখম হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সোহেলের মাথা ও চোয়ালে মোট ৩১টি সেলাই দেওয়া হয়েছে এবং নিচের পাটির দুটি দাঁত ভেঙে গেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ‘তার অবস্থা এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে।’

চালক সোহেল নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘আমার শরীরে দুই দফায় ইটের আঘাত লাগে। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু যাত্রীদের কথা চিন্তা করে আমি বাস না থেমে চালিয়ে যাই। যদি থামাতাম, ওরা আমাকে মেরে ফেলত।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত আমি বাসটি নিয়ে নোয়াখালী সুধারাম থানার সামনে পৌঁছাই। সেখানে যাত্রীদের থানায় ঢুকিয়ে দিই। তাতেই সবাই প্রাণে বেঁচে যান।’

এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বাসের মালিক প্রথমে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তাকে সোনাইমুড়ী থানায় যেতে বলা হয়। সেখান থেকেও তাকে লাকসাম থানায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়, যেহেতু ঘটনাস্থল কুমিল্লার লাকসাম উপজেলায় পড়েছে।

পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত চলছে। বাস মালিক মামলা করলে তা গ্রহণ করা হবে।’

এদিকে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা ডাকাত নয়। মোটরসাইকেল চালকদের রাস্তা না দেওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

এ সাহসিকতার ঘটনায় চালক মো. সোহেল দেশজুড়ে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন। অনেকে তাকে বীর বলে আখ্যায়িত করছেন, যিনি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে ৪০ জন মানুষের প্রাণ রক্ষা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X