নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাণে বাঁচল ৪০ যাত্রী, প্রশংসায় ভাসছেন বাসচালক

ক্ষতিগ্রস্থ বাস, ইনসেটে আহত বাসচালক মো. সোহেল। ছবি : কালবেলা
ক্ষতিগ্রস্থ বাস, ইনসেটে আহত বাসচালক মো. সোহেল। ছবি : কালবেলা

একটি বাসকে ৪০ কিলোমিটার ধাওয়া করার পর ইটের আঘাতে চালকের চোয়াল ভেঙে দিয়েছে একদল মোটরসাইকেল আরোহী। হামলাকারীদের অনেকে ডাকাত বলে সন্দেহ করলেও পুলিশ বলছে, তারা ডাকাত নয়। আহত বাসচালক মো. সোহেলকে (৩৮) নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র জানায়, গত সোমবার রাতে ঢাকা থেকে নোয়াখালীগামী ‘একুশে পরিবহনের’ একটি বাস কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা পার হলে তাড়া করে একদল মোটরসাইকেল আরোহী। তারা ১২-১৩টি নম্বরবিহীন মোটরসাইকেলে বাসটিকে ধাওয়া করতে থাকে। প্রায় ৪০ কিলোমিটার ধরে বাসটিকে অনুসরণ করার পর কুমিল্লার লাকসাম এলাকায় এসে বাসটি থামাতে দুই দফায় চালক সোহেলের দিকে ইট ছুড়ে মারে তারা। এতে তার চোয়াল থেঁতলে যায় এবং মাথা ও মুখে গুরুতর জখম হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, সোহেলের মাথা ও চোয়ালে মোট ৩১টি সেলাই দেওয়া হয়েছে এবং নিচের পাটির দুটি দাঁত ভেঙে গেছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, ‘তার অবস্থা এখন স্থিতিশীল এবং উন্নতির দিকে।’

চালক সোহেল নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের পূর্ব এওজবালিয়া গ্রামের বাসিন্দা। তিনি বলেন, ‘আমার শরীরে দুই দফায় ইটের আঘাত লাগে। প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। কিন্তু যাত্রীদের কথা চিন্তা করে আমি বাস না থেমে চালিয়ে যাই। যদি থামাতাম, ওরা আমাকে মেরে ফেলত।’

তিনি আরও বলেন, ‘শেষ পর্যন্ত আমি বাসটি নিয়ে নোয়াখালী সুধারাম থানার সামনে পৌঁছাই। সেখানে যাত্রীদের থানায় ঢুকিয়ে দিই। তাতেই সবাই প্রাণে বেঁচে যান।’

এ ঘটনার পর এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। বাসের মালিক প্রথমে সুধারাম মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে তাকে সোনাইমুড়ী থানায় যেতে বলা হয়। সেখান থেকেও তাকে লাকসাম থানায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়, যেহেতু ঘটনাস্থল কুমিল্লার লাকসাম উপজেলায় পড়েছে।

পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক কালবেলাকে বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত চলছে। বাস মালিক মামলা করলে তা গ্রহণ করা হবে।’

এদিকে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তারা ডাকাত নয়। মোটরসাইকেল চালকদের রাস্তা না দেওয়াকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

এ সাহসিকতার ঘটনায় চালক মো. সোহেল দেশজুড়ে সবার কাছ থেকে প্রশংসা পাচ্ছেন। অনেকে তাকে বীর বলে আখ্যায়িত করছেন, যিনি নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে ৪০ জন মানুষের প্রাণ রক্ষা করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিলেন নুরুল হুদা

সাতক্ষীরার বৈষম্যবিরোধী নেতা সুহাইলের পদত্যাগ 

নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদল নেতা আটক

এইচএসসির তৃতীয় দিনে অনুপস্থিত ২৪৮৯১ জন 

ক্ষমতাকেন্দ্রিক নয়, সংস্কারের পক্ষে জোট চায় এবি পার্টি

ব্রিটিশদের নাকানিচুবানি দিতে ১০ বছর ধরে যে রণকৌশলে এগোচ্ছে ইরান

বাসযাত্রীর ব্যাগে মিলল বিপুল ইয়াবা, অতঃপর...

কুয়েট ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির জন্য ৬৮ অধ্যাপকের আবেদন

ইতিহাস গড়ল চট্টগ্রাম বন্দর, কনটেইনার পরিবহনে রেকর্ড

৭০০ টাকার ব্রডব্যান্ড ৫০০ টাকায় দেওয়ার নির্দেশনা আইএসপিএবির

১০

কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে রূপসা সেতুর টোল প্লাজা অবরোধ 

১১

অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দিচ্ছে ঢাবি

১২

ক্ষোভের মুখে সরানো হলো বিএনপির অনুষ্ঠানের উপস্থাপক এহসানকে

১৩

নগর স্বাস্থ্যসেবা কার্যক্রম সরাসরি পরিচালনা করবে ডিএনসিসি

১৪

সাতক্ষীরায় সাংবাদিকদের ওপর নারকীয় হামলার প্রতিবাদ, থানায় মামলা

১৫

কুষ্টিয়ায় কাফনের কাপড় জড়িয়ে বিএনপির কার্যালয় ঘেরাও

১৬

সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে জুলকারনাইনের প্রতিক্রিয়া

১৭

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

১৮

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

১৯

মায়ের কোল ফিরে পেল ৬০ হাজারে বিক্রি হওয়া শিশুটি

২০
X