ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ১০:৩১ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বাকির টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পেটালেন আ.লীগ নেতা

হাসপাতালে চিকিৎসাধীন আহত কাপড় ব্যবসায়ী। ছবি : কালবেলা
হাসপাতালে চিকিৎসাধীন আহত কাপড় ব্যবসায়ী। ছবি : কালবেলা

পাবনার ভাঙ্গুড়ায় সিট কাপড় ব্যবসায়ীর বাকি পড়ে থাকা ৫০ হাজার টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পেটানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতা আনোয়ার নামের এক খুচরা ব্যবসায়ীর বিরুদ্ধে। এ সময় মহাজনসহ দুজনকে পিটিয়ে ১ লাখ ৮০ হাজার টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ ওঠে।

শনিবার (৫ এপ্রিল) সকালে এ ঘটনায় চাটমোহর থানায় ৩ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এর আগে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার নিমাইচাড়া ইউনিয়নের সমাজ বাজারে এ ঘটনা ঘটে।

আহত কাপড় ব্যবসায়ী ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের মোল্লা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আলহাজ আ. আজিজ ও তার ছেলে রাফিউল ইসলাম মামুন। এ ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে তাদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা গেছে, ভাঙ্গুড়া পৌর সদরের শরৎ নগর বাজারের মোল্লা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী আব্দুল আজিজ দীর্ঘদিন সিট কাপড়ের খুচরা ও পাইকারি ব্যবসা করে আসছেন। বিভিন্ন ব্যবসায়ীরা তার কাছ থেকে পাইকারি মালপত্র কিনে খুচরা ব্যবসা করেন।

চাটমোহর উপজেলার সমাজ বাজারের স্থানীয় আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন প্রায় বছরখানেক আগে ৫০ হাজার টাকার মালপত্র বাকিতে নেন। তিনি ভাঙ্গুড়া বাজারের আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সাইদুল ইসলামের আত্মীয়তার সূত্রে প্রভাব খাটিয়ে পাওনা টাকা দীর্ঘদিনেও পরিশোধ করেননি।

গতকাল শুক্রবার টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন, তার ছেলে মো. নিবির হোসেন, মো. হামিদুল ইসলামসহ বেশ কয়েকজন মব সৃষ্টি করে তাদের পিটিয়ে আহত করে। এ সময় তাদের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ও একটি মোটরসাইকেল তারা ছিনিয়ে নেয়।

ঘটনার বিষয়ে অভিযুক্ত আনোয়ার হোসেন ব্যবসায়িক লেনদেনের কারণে মোল্লা বস্ত্রালয়ের নিকট বকেয়া রয়েছে স্বীকার করে বলেন, মহাজনের পাওনা টাকা দীর্ঘদিন দিতে না পারায় তাদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। হাতাহাতির পর তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি তারা ইচ্ছা করে রেখে এসেছেন। তবে কোনো টাকা ছিনতাই করা হয়নি।

ঘটনার বিষয়ে চাটমোহর থানার ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার কালবেলাকে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৭তম বিসিএসের সময় পেছানোর দাবিতে খুলনায় রেলপথ অবরোধ

২৪ শীর্ষ নির্বাহী পেলেন চতুর্থ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস

ভূমিকম্প / জবি ক্যাম্পাস বন্ধ ঘোষণা, হল ছাড়ছেন শিক্ষার্থীরা

ইবির ব্যবসায় প্রশাসন অনুষদের নতুন ডিন ড. আব্দুস শাহীদ

সামুদ্রিক নিরাপত্তা নিয়ে চীন-যুক্তরাষ্ট্রের বৈঠক

সাংবাদিকদের ওপর হঠাৎ কেন ক্ষুব্ধ সোহেল রানা

‘তৌহিদি জনতার’ সঙ্গে বাউল শিল্পীদের ধাওয়া-পাল্টাধাওয়া, আহত ৪

ভূমিকম্প ঝুঁকি / গ্যাস কূপ খনন কার্যক্রম বন্ধ

তরুণদের নিয়ে প্লাস্টিকমুক্ত ভবিষ্যৎ গড়ার অভিযানে ‘তারুণ্যের উৎসব ২০২৫’

না ফেরার দেশে সাবেক খেলোয়াড় ও আম্পায়ার

১০

সময় বাড়ল রিটার্ন দাখিলের, দেবেন যেভাবে

১১

জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত উদ্যোগে অভিবাসী কল্যাণে নতুন সম্ভাবনা

১২

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

১৩

বুলবুলকে ‘বাংলার এরদোয়ান’ বললেন সাদিক কায়েম

১৪

ফেনীকে নতুন করে গড়তে চাই, সুযোগ দিন : মঞ্জু

১৫

৪৭তম বিসিএস / শাহবাগে পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ

১৬

ভূমিকম্পে এক ভবনে হেলে গেল আরেকটি ভবন, এলাকায় আতঙ্ক

১৭

যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বিশ্ববাজারে বড় বিপদে ভারত

১৮

‘আয়ারল্যান্ডকে অভিনন্দন, দারুণ ব্যাটিং করেছে তারা’

১৯

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল

২০
X