মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:১৫ পিএম
আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ফের দুই গ্রামবাসীর সংঘর্ষ, এএসপিসহ আহত অর্ধশত

সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা
সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসীর সংঘর্ষ। ছবি : কালবেলা

মাদারীপুরের রাজৈরে পূর্ববিরোধের জেরে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই গ্রামবাসী। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে দোকানপাট এবং পুলিশের গাড়িতে। এমনকি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

রোববার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে এ সংঘর্ষ। উপজেলা সদরের ব্যাপারীপাড়া ব্রিজের মোড়ে বদরপাশা ও পশ্চিম রাজৈর গ্রামবাসীর মধ্যে হওয়া এ সংঘর্ষে অতিরিক্ত পুলিশ সুপারসহ (এএসপি) উভয়পক্ষের অন্তত অর্ধশত আহত হয়েছেন।

এর আগে গত শনিবার রাতেও সংঘর্ষে জড়িয়েছিল এ দুই গ্রামের বাসিন্দারা।

মাদারীপুরের এএসপি জাহাঙ্গীর আলম, রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খানসহ উভয়পক্ষের অর্ধশত আহত হন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় পশ্চিম রাজৈর গ্রামের মেহেদী মীর (২২), রাসেল শেখ (২৮), সাহাপাড়ার মনোতোষ সাহা (৫০), আলমদস্তারের তাওফিককে (৩৭) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

রাজৈর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার বলেন, রোববার বিকালে বিবদমান উভয়পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয় সোমবার সকাল ১০টার দিকে থানার হলরুমে বসে ঝামেলার মীমাংসা করা হবে। কিন্তু সন্ধ্যার দিকে ফের সংঘর্ষে জড়ায় তারা। দুই গ্রামবাসী পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করতে দ্বিধা করেনি।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, আতশবাজি ফোটানো থেকে শুরু হওয়া দ্বন্দ্বে শনিবার রাতে পশ্চিম রাজৈর ও বদরপাশা দুই গ্রামের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে অন্তত ১০ পুলিশ সদস্যসহ ২৫ জন আহত হয়। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ প্রচেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার দুপুরে দুই গ্রামের লোকজনকে ডাকলে মীমাংসার জন্য রাজি হয় তারা। সোমবার সকাল ১০টার সময় মীমাংসার জন্য বসার কথা ছিল। এরই মধ্যে রোববার সন্ধ্যায় উত্তেজিত হয়ে ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয় তারা। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

এ সংঘর্ষ একপর্যায়ে কুমার নদের উত্তর ও দক্ষিণপাড়ের আঞ্চলিকতায় রূপ নিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এ সময় টিয়ারশেল নিক্ষেপ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় পুলিশ। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি শান্ত হয়।

রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, সেনাবাহিনীর সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বর্তমানে সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ নিয়ে চতুর্থ ধাপে এ দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হলো। পুলিশের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। কিন্তু সে দায়ভার কাউকে দিতে চাই না। আশা করি, সবার সহযোগিতায় এ সমস্যা দ্রুতই সমাধান করতে পারব। আমরা চাই এ ঝামেলা থেকে তারা বের হয়ে আসুক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিগামী যাত্রীদের জন্য সুখবর

এমবাপ্পের একমাত্র গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

ম্যানসিটি ছাড়ছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’

‘৫১ লাখ টাকার স্টেডিয়াম ১৪ কোটিতে করার অনুমোদন’, কী ব্যাখ্যা দিলেন সচিব

জনপ্রিয় ব্রিটিশ পত্রিকায় বাংলাদেশ নারী দলের প্রশংসা

ইউআরপি ও ডিএলআর মডিউল প্রস্তুত / মালয়েশিয়ায় শ্রমিক যাবে শূন্য অভিবাসন ব্যয়ে

রাশিয়া শক্তিশালী, এটা মেনে নিতেই হবে : ট্রাম্প

ময়মনসিংহ থেকে বাস চলাচল শুরু, ভাঙচুরের ঘটনায় কমিটি

আইপিএলে ভালো করলেও ভারত দলে জায়গা নিশ্চিত নয়

ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে 

১০

দুই শিক্ষককে প্রাণনাশের হুমকি প্রদানের ঘটনায় আহমাদুল্লাহর উদ্বেগ

১১

সরকারি কর্মচারীরা দাফনের জন্য পাবেন টাকা

১২

দেড় যুগেও নির্মাণ হয়নি জহির রায়হান মিলনায়তন

১৩

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা, দুই উপদেষ্টাকে স্মারকলিপি

১৪

৫ অভ্যাসে বার্ধক্যেও ভালো থাকবে হৎপিণ্ড

১৫

অনশন প্রত্যাহার করল বেরোবি শিক্ষার্থীরা

১৬

‘ভুল চিকিৎসায়’ একদিনে দুই শিশুর মৃত্যু

১৭

সরকারি কর্মচারীদের জন্য সুখবর

১৮

কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু

১৯

মাস্ক পরে হাসপাতালে দীপু মনি

২০
X