তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১০:৪৮ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্যবসায়ীর ১০ লাখ টাকা ছিনিয়ে নেন যুবদল নেতা

অভিযুক্ত যুবদল নেতা আবু হানিফ। ছবি : সংগৃহীত
অভিযুক্ত যুবদল নেতা আবু হানিফ। ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে যুবদলের এক নেতার নেতৃত্বে সাবেক এক সেনাসদস্যকে রাস্তায় আটকে মারধরের পর তার সঙ্গে থাকা ১০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাবেক ওই সেনাসদস্য ১০ জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের সাজিনুর মেম্বারের বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই যুবদল নেতার নাম আবু হানিফ (৩৫)। তিনি উপজেলার শ্রীপুর ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের প্রয়াত জমির আলীর ছেলে।

অভিযোগে অন্য যে ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রুহান মিয়া (২০), জমির আলীর ছেলে তুষার (২৮), পার্শ্ববর্তী ছিড়িয়াগাঁও গ্রামের আব্দুল আজিজের ছেলে সিদ্দিক আলী (৪৫), আব্দুর রহমানের শাহ নুর (৪০) ও আশিক নুর (৩০), সিদ্দিক আলীর ছেলে আজিজুল (২৫), সেবাজুল মিয়া (২১), আহাদুল (২২) ও আব্দুর জাহিদের ছেলে হাবিবুর রহমান (৩৫)।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে সাবেক সেনাসদস্য দুলাল মিয়া বাড়ি থেকে ব্যবসার জন্য ব্যাগে করে ১০ লাখ টাকা নিয়ে সীমান্ত এলাকা ট্যাকেরঘাট যাচ্ছিলেন। পথে মন্দিয়াতা গ্রামের সাজিনুর মেম্বারের বাড়ির পাশের রাস্তায় যুবদল নেতা আবু হানিফ তার লোকজন নিয়ে দুলালের ওপর আক্রমণ করে এবং তাকে মারধর করে তার সঙ্গে থাকা ১০ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নেয়।

এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হানিফ ও তার লোকজন টাকা নিয়ে পালিয়ে যায়। পরে দুলাল মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

দুলাল মিয়া বলেন, ‘আমি একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য। সারা জীবনের অর্জন পেনশনের টাকা দিয়ে ব্যবসা করে সংসার চালাই। আমার সেই ব্যবসার সম্বল পুঁজিটাই তারা নিয়ে গেল। এখন কীভাবে কী করব বুঝতে পারছি না।’

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন কালবেলাকে বলেন, সাবেক সেনাসদস্যকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তি নবায়নের পর মোনাকোয় ধারে গেলেন বার্সা তারকা ফাতি

উড্ডয়নের ৭ মিনিটেই মাটিতে আছড়ে পড়ল বিমান, সব আরোহী নিহত

গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : খালেদা জিয়া

ঘরে ঝুলছিল বিচারকের স্ত্রীর লাশ

বুমরাহকে নিয়ে ঝুঁকির মুখে ভারত: খেলালে সব শেষ?

জবি শিক্ষকের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক সই

পাথর কোয়ারি বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর

ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ক্ষতি করতে পারেনি ইসরায়েল’

বিইউবিটিতে বিগ ব্যাং তত্ত্ব নিয়ে সেমিনার

১০

নতুন ভূমিকায় মিরাজ, ব্যাটিং অর্ডারেও আনছেন পরিবর্তন

১১

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অনুমোদন চক্রান্তের পদধ্বনি : খতমে নবুওয়ত

১২

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় / সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

১৩

দুই দফা কমে আবার বাড়ল স্বর্ণের দাম

১৪

বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

১৫

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

১৬

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু 

১৭

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

১৮

জুনে এলো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

১৯

কলকাতার মতো শহর পৃথিবীতে আর নেই : জয়া আহসান

২০
X