রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

‘ছাত্রলীগ করা ইউএনও বদলি না হলে ঘরে ফিরব না’

গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন। ছবি : কালবেলা
গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে মানববন্ধন। ছবি : কালবেলা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) সকালে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গোয়ালন্দ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খান বলেন, আগামী ৭ দিনের মধ্যে এই ঘুষখোর ইউএনওকে বদলি না করলে তার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে নামব। প্রয়োজনে আমরা ডিসির কাছে যাব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাব। এই ছাত্রলীগ করা ইউএনও কিছু কিছু নেতাদের দিয়ে লুটপাট করে খাচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, বদলি না হলে আমরা প্রস্তুত আছি। টেন্ডারবাজি ও চাঁদাবাজি যারা করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াব। আর বালু কাটা চলবে না, মাটি কাটা হবে না। যদি কাটা হয় আমরা দাঁত ভাঙা জবাব দেব। এই ইউএনওকে বদলি না করা পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না।

গোয়ালন্দ উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে আরও বক্তব্য দেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ, বিএনপি নেতা খন্দকার আব্দুল মুহিত হীরা, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল, সাধারণ সম্পাদক মুজিবর রহমান মোল্লা, পৌর বিএনপির সহসভাপতি জিয়াউল হুদা উজ্জল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামাণিক, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম মণ্ডল, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মৃধা, সাবেক পৌর কাউন্সিলর শাহীন আহাম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখর আহাম্মদ সবুজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা ডা. সুধীর কুমার বিশ্বাসসহ অন্যান্যরা।

বক্তারা গোয়ালন্দে অবৈধভাবে পদ্মা নদী থেকে বালু উত্তোলন, মাদক, চাঁদাবাজি বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। সে সঙ্গে আগামী সাত দিনের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. নাহিদুর রহমানকে গোয়ালন্দ উপজেলা থেকে প্রত্যাহারের আলটিমেটাম ঘোষণা করেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান কালবেলাকে বলেন, যারা প্রত্যাহারের দাবি করছে আসলে তারাই ভালো বলতে পারবে কেন প্রত্যাহার চায়। আমার মনে হয়, বিএনপির অভ্যন্তরীণ কোনো বিষয়ে হয়তো বনিবনা হচ্ছে না, তার জেরে এটা করছে। অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করা বন্ধে আমাদের কার্যক্রম সবসময়ই আছে এবং সবসময়ই থাকবে।

রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার কালবেলাকে জানান, এ বিষয়গুলোর অভিযোগ যদি লিখিতভাবে আসে তাহলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

স্বাস্থ্য পরামর্শ / এজেন্ট বা উৎপাদকের কারণে মানুষ রোগাক্রান্ত হয়

শিক্ষকের ওপর হামলা, মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

বাকেরগঞ্জে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

দাউদকান্দি থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ সদস্য আহত 

বন্ধ হলো নভোএয়ারের ফ্লাইট

ব্র্যাক ব্যাংকের ৫ হাজার কোটি টাকার আমানত বৃদ্ধি

পাকিস্তান সেনাবাহিনীর জরুরি বৈঠক, সেনা সদ্যদের প্রতিশ্রুতি

নাসির উদ্দীন পিন্টুর দশম মৃত্যুবার্ষিকী শনিবার

ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

১০

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৭

১১

মাওলানা রইস হত্যা / খুনিরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১২

রাজনৈতিক দলগুলোর বক্তব্য অপরিপক্ব : শফিকুল আলম

১৩

মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছে পুনাক

১৪

শরীরে আগুন লাগিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা, প্রেমিক গ্রেপ্তার

১৫

‘সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ’

১৬

এবার এসএসসি পরীক্ষার্থীসহ ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

১৭

ভুল ভিডিওর জন্য দুঃখ প্রকাশ

১৮

আরএসএফ সূচক / ভারত-পাকিস্তানকে পেছনে ফেলে গণমাধ্যম স্বাধীনতা সূচকে এগিয়ে বাংলাদেশ

১৯

নদীর পাড়ে বালুর ব্যবসা, বিপন্ন পরিবেশ-প্রকৃতি

২০
X