চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০১:৪১ পিএম
অনলাইন সংস্করণ

যমুনায় আকস্মিক পানি বৃদ্ধি, প্লাবিত শতাধিক বিঘার বাদামক্ষেত 

যমুনায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাদামের ক্ষেত তলিয়ে গেছে। অপরিপক্ব বাদাম তুলছেন কৃষকেরা। ছবি : কালবেলা
যমুনায় আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বাদামের ক্ষেত তলিয়ে গেছে। অপরিপক্ব বাদাম তুলছেন কৃষকেরা। ছবি : কালবেলা

যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শত শত বিঘা বাদামের ক্ষেত তলিয়ে গেছে। এ কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা অপরিপক্ব বাদাম তোলার চেষ্টা করছেন। উপজেলার স্থল ইউনিয়নের সন্তোষা চরে সরেজমিন গিয়ে দেখা গেছে, সম্মিলিত বাদাম চাষিরা পানিতে নেমে অপরিপক্ব বাদাম তুলছেন। এতে ক্ষতিগ্রস্ত বহু কৃষক পরিবার লোকশানের মুখে পড়েছে।

চৌহালী উপজেলা কৃষি অফিস ও চাষিরা জানান, যমুনা নদীতে বিধ্বস্ত চৌহালী উপজেলার নতুন করে জেগে ওঠা চরে বিগত বছরের ন্যায় এবারও বাদাম চাষ করেছিল বহু কৃষক। স্থল ইউনিয়নের সন্তোষা, কোচগ্রাম, বসন্তপুর, মালিপাড়া, ছোট চৌহালী-বড় চৌহালী, তেঘুরি, স্থলচর ও লাঙ্গলমুড়া, উমারপুর ইউনিয়নের দত্তকান্দি, ছোল, খাষকাউলিয়া, ঘোড়জান, বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া, হিজুলিয়া, হাটাইল চরের প্রায় ২১শ হেক্টর জমিতে বাদামের আবাদ হয়। অল্প কিছু দিনের মধ্যে বাদাম ঘরে তোলার প্রস্তুতি ছিল তাদের। আকস্মিক জোয়ারে যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চরের নিচু এলাকার বাদামক্ষেত তলিয়ে যায়। এতে দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের দুই শতাধিক হেক্টর জমির প্রায় ১৯০০ মণ বাদাম নষ্ট হয়েছে। এ কারণে ওই এলাকার শতাধিক কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

সন্তোষা চরের আবুশামা, লোকমান হোসেন, ছানোয়ার হোসেন, মোসছেদ আলী ও জয়নাল হোসেন জানান, অন্যান্য বছরে বাদামের বাম্পার ফলন দেখে এবার বেশি ক্ষেতে চাষ করি। তবে আমাদের এলাকায় পানিতে তলিয়ে বহু জমির বাদাম নষ্ট হয়েছে। এ কারণে কোমরপানিতে নেমে অপরিপক্ব বাদাম তুলতে হচ্ছে।

এদিকে যমুনার পশ্চিম তীর এনায়েতপুরে গিয়ে দেখা যায়, পানিতে জমি তলিয়ে যাওয়ায় বাদাম তুলে নদীর পাড়ে কৃষক পরিবারের নারী, শিশুসহ সব সদস্য মিলে বাদাম ছাড়াচ্ছেন। আবার কোথাও কোথাও তারা জমির পাড়ে শুকনা স্থানে বাদাম রোদে শুকাচ্ছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সন্তোষা গ্রামের ইউপি সদস্য হাসান আলী জানান, কৃষকদের স্বপ্ন পানিতে তলিয়ে গেছে। বাদামক্ষেত নষ্ট ও তলিয়ে যাওয়ায় বহু কৃষক এ বছর লোকশানের মুখে পড়বে। সরকারিভাবে তাদের সহায়তার দাবি জানাই।

এ বিষয়ে চৌহালী উপজেলার স্থল ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা আবুহুরাইয়া জানান, যমুনার চরাঞ্চলের বাদাম ক্ষেত তলিয়ে যাওয়ার খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করেছি। অপরিপক্ব বাদাম তুলে বহু কৃষক পরিবার লোকশানের মুখে পড়েছে।

চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এতে করে চরাঞ্চলের নিচু বাদামক্ষেত তলিয়ে গেছে৷ ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। বিশেষ প্রণোদনার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব পাচারকারীদের ঘাঁটিতে বিজিবির হানা

এইচএসসি পাসেই চাকরি দিচ্ছে আড়ং

চা বাগান শ্রমিক সর্দার হত্যা, চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ

মির্জা ফখরুলের সঙ্গে গোয়েন লুইসের বৈঠক

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা দখল / গ্রেটা থুনবার্গ ক্ষুধার্থ, বাকিদের ভাগ্যে যা ঘটেছে

ফের ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত-পাকিস্তান, খেলা দেখবেন যেভাবে

আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ, জেনে নিন কবে কখন ম্যাচ

জর্জিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে উত্তেজিত জনতার হামলা

লোহাগড়ায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি নেতা তুহিন মোল্লার লিফলেট বিতরণ

আফগানদের হোয়াইটওয়াশ করতে মুখিয়ে টাইগাররা

১০

অনূর্ধ্ব-২০ / বিশ্বকাপ থেকে ছিটকে গেল ব্রাজিল

১১

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ

১২

রোহিতের অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কারণ জানালেন আগারকার

১৩

নিজের ব্যর্থতা নিয়ে যা বললেন হৃতিক রোশন

১৪

ব্রাজিলিয়ানের চমকে হারল লিভারপুল, এমএলএসে বড় জয় মায়ামির

১৫

যে ৫ কারণে সিঁড়ি দিয়ে উঠলে বুক ধড়ফড় করে

১৬

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৭

আফগানমন্ত্রীর ভারত সফর ঘিরে কৌতূহল

১৮

বাংলাদেশের উন্নয়নে প্রধান সমস্যা সন্ত্রাস ও দুর্নীতি : রহমাতুল্লাহ

১৯

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

২০
X