বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আসামি ছাড়াতে জামায়াতের নেতাকর্মীদের থানা ঘেরাও করে বিক্ষোভ

বগুড়ার নন্দীগ্রাম থানা ঘেরাও করে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
বগুড়ার নন্দীগ্রাম থানা ঘেরাও করে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। রোববার (০৪ মে) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা চত্বরে তারা এ বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

জানা যায়, বিক্ষোভে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আবদুর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল আলিম উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচিতে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। পরে জামায়াত নেতারা তাদের কর্মীদের নিয়ে থানা ত্যাগ করেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ এপ্রিল) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দৈনিক ভোরের ডাক পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্যসচিব নজরুল ইসলামের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় শনিবার (০৩ মে) রাতে নজরুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—বুড়ইল এলাকার মোহাম্মদ জাকারিয়া ইসলাম, আতিকুল ইসলাম ও কইগাড়ি গ্রামের আবদুর রহিম।

গ্রেপ্তার জাকারিয়া ইসলাম জামায়াতের যুব বিভাগের বুড়ইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, আতিকুল ইসলাম জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি এবং আবদুর রহিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা বলে জানা গেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসা সরকার বলেন, ‘হামলার মামলার এজাহারনামীয় আসামি আবদুর রহিম আসলে যুবলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। অথচ জামায়াত-শিবিরের নেতারা তাকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা দাবি করে থানা চত্বরে এসে বিক্ষোভ করে। আমরা আইন অনুযায়ী গ্রেপ্তার করেছি, কোনো আসামিকে থানা থেকে ছাড়া সম্ভব নয়।’

তবে এ বিষয়ে ভিন্ন দাবি করেছেন জামায়াত নেতারা।

নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল আলিম বলেন, ‘নজরুল ইসলাম নামধারী এক পক্ষপাতদুষ্ট সাংবাদিক। আওয়ামী লীগের দোসর হয়ে তিনি জামায়াত-শিবিরের বহু নেতা-কর্মীকে হয়রানি করেছেন। হামলার সঙ্গে জামায়াতের কোনো কর্মী জড়িত না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আমাদের আসামি করা হয়েছে। এমনকি উপজেলার দুজন সাংবাদিককেও এ মামলায় জড়ানো হয়েছে। গ্রেপ্তারে ক্ষুব্ধ হয়ে কর্মীরা থানায় গিয়েছিল। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের গণহত্যায় সাহায্য করা কোম্পানির নাম প্রকাশ

‘রঙবাজার’ আসছে ‌দুর্গাপূজায়

ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কী বললেন সারজিস

এশিয়ান কাপ দিয়ে বিশ্বকাপও খেলার সুযোগ ঋতুপর্ণাদের সামনে

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এ ক্যারিয়ার গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

নারী নির্যাতনের ভিডিও ভাইরাল, গ্রেপ্তার ৪ জনের তিন দিনের রিমান্ড

স্ত্রীর কিডনিতে প্রাণ ফিরে পেয়ে ‘পরকীয়ায়’ জড়ালেন স্বামী, অতঃপর...

টিকটক আসক্তিতে ডিপিডিসি কর্মকর্তা!

ঘুমের সময় মুখ দিয়ে কেন লালা পড়ে, প্রতিকার কী 

সুসজ্জিত গাড়িতে পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

১০

বালু চুরির অভিযোগে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

১১

এবার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

১২

২০১৮ সালের রাতের ভোট নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সিইসি

১৩

ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত

১৪

হবিগঞ্জে ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

১৫

ইন্টারনেট ব্ল্যাকআউট কর্মসূচি হবে কি না, জানালেন সংস্কৃতি উপদেষ্টা

১৬

ক্রিকেট ছাড়ার পর রেসলিংয়ে নাম লেখাতে যাচ্ছিলেন সাবেক ইংলিশ তারকা!

১৭

তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির নির্দেশনা

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ

১৯

অপ্রত্যাশিত ধসের আক্ষেপে তাসকিন

২০
X