বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আসামি ছাড়াতে জামায়াতের নেতাকর্মীদের থানা ঘেরাও করে বিক্ষোভ

বগুড়ার নন্দীগ্রাম থানা ঘেরাও করে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
বগুড়ার নন্দীগ্রাম থানা ঘেরাও করে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। রোববার (০৪ মে) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা চত্বরে তারা এ বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

জানা যায়, বিক্ষোভে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আবদুর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল আলিম উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচিতে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। পরে জামায়াত নেতারা তাদের কর্মীদের নিয়ে থানা ত্যাগ করেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ এপ্রিল) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দৈনিক ভোরের ডাক পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্যসচিব নজরুল ইসলামের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় শনিবার (০৩ মে) রাতে নজরুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—বুড়ইল এলাকার মোহাম্মদ জাকারিয়া ইসলাম, আতিকুল ইসলাম ও কইগাড়ি গ্রামের আবদুর রহিম।

গ্রেপ্তার জাকারিয়া ইসলাম জামায়াতের যুব বিভাগের বুড়ইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, আতিকুল ইসলাম জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি এবং আবদুর রহিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা বলে জানা গেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসা সরকার বলেন, ‘হামলার মামলার এজাহারনামীয় আসামি আবদুর রহিম আসলে যুবলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। অথচ জামায়াত-শিবিরের নেতারা তাকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা দাবি করে থানা চত্বরে এসে বিক্ষোভ করে। আমরা আইন অনুযায়ী গ্রেপ্তার করেছি, কোনো আসামিকে থানা থেকে ছাড়া সম্ভব নয়।’

তবে এ বিষয়ে ভিন্ন দাবি করেছেন জামায়াত নেতারা।

নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল আলিম বলেন, ‘নজরুল ইসলাম নামধারী এক পক্ষপাতদুষ্ট সাংবাদিক। আওয়ামী লীগের দোসর হয়ে তিনি জামায়াত-শিবিরের বহু নেতা-কর্মীকে হয়রানি করেছেন। হামলার সঙ্গে জামায়াতের কোনো কর্মী জড়িত না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আমাদের আসামি করা হয়েছে। এমনকি উপজেলার দুজন সাংবাদিককেও এ মামলায় জড়ানো হয়েছে। গ্রেপ্তারে ক্ষুব্ধ হয়ে কর্মীরা থানায় গিয়েছিল। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের ধারাবাহিকে স্বস্তিকা

এইচএসসি পরীক্ষা / ১১ বোর্ডে অনুপস্থিত ছিল ৩১ হাজার ৪৬৯ শিক্ষার্থী

ময়মনসিংহে পাসের হারে এগিয়ে মেয়েরা

জানা গেল সেই আনিসার ফল

৫ বছরে সবচেয়ে কম পাস কুমিল্লা বোর্ডে

বগুড়ার ৫ আসনে বিএনপির যেসব প্রার্থী আলোচনায়

চতুর্থ বর্ষে কালবেলা, আলেমদের শুভেচ্ছা-দোয়া

বড় চমক রেখে সেরা ওয়ানডে একাদশ বাছাই করলেন ম্যাক্সওয়েল

দিনাজপুর বোর্ডে এইচএসসির ফলাফলে ধস

ইনজেকশন খুব ভয় লাগে: শ্রাবন্তী 

১০

ফের কাছাকাছি অগস্ত্য-সুহানা

১১

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

১২

ক্যাম্পাসের ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত

১৩

ভোট দিতে ২৫টি বাসে আসছেন অনাবাসিক শিক্ষার্থীরা

১৪

অত্যন্ত চমৎকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবেশ বিরাজ করছে : রাবি প্রক্টর

১৫

জয়ের ব্যাপারে আশাবাদী, ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী

১৬

রাশিয়া থেকে তেল কিনবে না ভারত, আশ্বস্ত ট্রাম্প

১৭

ভোট দিয়ে যা বললেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী

১৮

এইচএসসি ২০২৫: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে কারা এগিয়ে

১৯

বাংলাদেশে কোপেলের আঞ্চলিক প্রতিনিধি, মেক্সিকোতে এক বিলিয়ন ডলার বাণিজ্যের সম্ভাবনা 

২০
X