বগুড়া ব্যুরো
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৭:২১ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় আসামি ছাড়াতে জামায়াতের নেতাকর্মীদের থানা ঘেরাও করে বিক্ষোভ

বগুড়ার নন্দীগ্রাম থানা ঘেরাও করে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
বগুড়ার নন্দীগ্রাম থানা ঘেরাও করে জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

বগুড়ার নন্দীগ্রামে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামিকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। রোববার (০৪ মে) সকাল ১০টার দিকে নন্দীগ্রাম থানা চত্বরে তারা এ বিক্ষোভ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

জানা যায়, বিক্ষোভে নন্দীগ্রাম উপজেলা জামায়াতের আমির আবদুর রহমান ও পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল আলিম উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচিতে থানা চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। পরে জামায়াত নেতারা তাদের কর্মীদের নিয়ে থানা ত্যাগ করেন।

থানা-পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (৩০ এপ্রিল) রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় দৈনিক ভোরের ডাক পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সদস্যসচিব নজরুল ইসলামের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় শনিবার (০৩ মে) রাতে নজরুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় সাতজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। পরে রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তাররা হলেন—বুড়ইল এলাকার মোহাম্মদ জাকারিয়া ইসলাম, আতিকুল ইসলাম ও কইগাড়ি গ্রামের আবদুর রহিম।

গ্রেপ্তার জাকারিয়া ইসলাম জামায়াতের যুব বিভাগের বুড়ইল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি, আতিকুল ইসলাম জামায়াতের শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতি এবং আবদুর রহিম শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা বলে জানা গেছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবু মুসা সরকার বলেন, ‘হামলার মামলার এজাহারনামীয় আসামি আবদুর রহিম আসলে যুবলীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। অথচ জামায়াত-শিবিরের নেতারা তাকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা দাবি করে থানা চত্বরে এসে বিক্ষোভ করে। আমরা আইন অনুযায়ী গ্রেপ্তার করেছি, কোনো আসামিকে থানা থেকে ছাড়া সম্ভব নয়।’

তবে এ বিষয়ে ভিন্ন দাবি করেছেন জামায়াত নেতারা।

নন্দীগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি আবদুল আলিম বলেন, ‘নজরুল ইসলাম নামধারী এক পক্ষপাতদুষ্ট সাংবাদিক। আওয়ামী লীগের দোসর হয়ে তিনি জামায়াত-শিবিরের বহু নেতা-কর্মীকে হয়রানি করেছেন। হামলার সঙ্গে জামায়াতের কোনো কর্মী জড়িত না থাকলেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় আমাদের আসামি করা হয়েছে। এমনকি উপজেলার দুজন সাংবাদিককেও এ মামলায় জড়ানো হয়েছে। গ্রেপ্তারে ক্ষুব্ধ হয়ে কর্মীরা থানায় গিয়েছিল। পরে আমরা তাদের বুঝিয়ে শান্ত করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগান সীমান্তে হামলায় পাকিস্তানের ছয় সেনা নিহত

তপশিল ঘোষণার তারিখ জানালেন ইসি মাছউদ

যে শর্ত না মানলে প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা বেতন পাবেন না

লুচি, কচুরি আর পুরির পার্থক্য জানেন তো

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

ওটস নিয়মিত খেলে কী ঘটে শরীরে? জেনে নিন

১২ ডিসেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

সীমান্তে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে

বিদেশে ফার্স্ট সেক্রেটারি পদমর্যাদার কর্মকর্তা নিয়োগ দিতে চায় দুদক

স্থগিত লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

১০

এদেশে আর আমি-ডামি নির্বাচন হবে না : সেলিমুজ্জামান

১১

ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর দ্বিতীয় বাংলাদেশ

১২

আলিমে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য সুখবর

১৩

খেলোয়াড়দের কথা মাথায় রেখে বিশ্বকাপে নতুন নিয়ম আনছে ফিফা

১৪

দুর্নীতিবাজদের প্রতি ঘৃণার সংস্কৃতি গড়ে তুলতে হবে : অর্থ উপদেষ্টা

১৫

ভারত-কানাডার ওপর নতুন শুল্কের হুমকি ট্রাম্পের

১৬

মায়ামি নাকি উরুগুয়ে, ভবিষ্যৎ নিয়ে দোটানায় সুয়ারেজ

১৭

মাদ্রাসা থেকে ফেরার পথে শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে গণপিটুনি

১৮

ওমরাহ পালনে ঢাকা ছাড়লেন ওমর সানী

১৯

জিমেইলের এই স্বয়ংক্রিয় সেটিংটি বন্ধ করুন এখনই

২০
X