জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১১:১৯ এএম
অনলাইন সংস্করণ

৩ বছর ধরে বিকল এক্সরে মেশিন, ভোগান্তিতে রোগীরা

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্সরে মেশিন তিন বছর ধরে বিকল হয়ে পড়ে আছে। ফলে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। অকেজো হয়ে যাওয়া এ যন্ত্রটি কবে চালু হতে পারে তা সঠিকভাবে নিশ্চিত হতে পারছেন না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, ১৯৬৪ সালে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র স্থাপিত হয়। ৩১ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটি ২০০৭ সালে ৫০ শয্যায় উন্নতিকরণ করা হয়। ২০০৫ সালে স্বাস্থ্য বিভাগ থেকে এক্সরে মেশিন দেওয়া হয়। সেসময় জগন্নাথপুরে বিদ্যুতের লো-ভোল্টেজের সমস্যার কারণে মেশিনটি চালু করা সম্ভব হয়নি। দীর্ঘ কয়েকবছর বাক্সবন্দি থাকার পর ২০২১ সালে মেশিনটি চালু করা হয়।

২০২২ সালে এক্সরে মেশিনে ক্রুটি দেখা দিলে বন্ধ হয়ে যায় কার্যক্রম। গত ৩ বছরের বেশি সময় ধরে মেশিনটি সচল না থাকায় সুযোগ সুবিধা পাচ্ছেন না হাসপাতালে আসা রোগীরা। ফলে তাদেরকে অতিরিক্ত টাকা দিয়ে বেসরকারি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে সেবা নিতে হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা আলাল মিয়া নামের এক ভুক্তভোগী বলেন, আমার ছেলের হাতে চোট লাগে। ডাক্তার বলেছেন, এক্সরে করাতে। হাসপাতালের এক্সরে মেশিন নষ্ট, তাই বাইরে থেকে করে আনতে হবে। পরে ৫০০ টাকা দিয়ে একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে এক্সরে রিপোর্ট আনতে হয়েছে।

নাজমা বেগম নামের এক রোগী বলেন, বুকে সমস্যা হচ্ছিল। বিনামূল্যে হাসপাতালে এক্সরে করা যায় শুনে এসেছিলাম। দুর্ভাগ্য, মেশিনটি নষ্ট থাকায় বাইরে থেকে অতিরিক্ত টাকা দিয়ে করতে হয়েছে।

হাসপাতালের চিকিৎসক ডা. তামজিদ হোসাইন বলেন, এক্সরে মেশিনের ব্যাটারি ও সফটওয়ার সমস্যা থাকায় চালু করা যাচ্ছে না। কবে এটি যন্ত্রটি চালু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, ধারণা করছি এ বছর হতে পারে।

জগন্নাথপুর উপজেলা নাগরিক পরিষদের আহ্ববায়ক এমএ কাদির বলেন, জগন্নাথপুর উপজেলায় প্রায় ৪ লাখ মানুষের বসবাস। এখানকার সরকারি হাসপাতালের এক্সরে মেশিন তিন বছরেরও বেশি সময় ধরে অকেজো হয়ে আছে। রোগীদের খাবারের মানও ভালো নেই। যে কারণে একদিকে যেমন চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তির শিকার হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কৃপেশ রঞ্জন রায় বলেন, আমি এ উপজেলায় নতুন এসেছি। ডিজিটাল এক্সরে মেশিনটি বিদেশি এক্সপার্ট ছাড়া মেরামত করা যাচ্ছে না। আমরা উচ্চপর্যায়ে যোগাযোগ করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান

শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি : নাহিদ 

অনলাইনে শীর্ষে কালবেলা 

৫ দিন বন্ধ থাকবে রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ ঠেকাতে ঘণ্টাব্যাপী লাঠিচার্জ

প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে ইন্ট্রা-ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট

পদ্মা সেতুর মামলার প্রতিবেদন গায়ের জোরে দিয়েছে বিগত কমিশন : দুদক চেয়ারম্যান

এনআইডিতে বাবার বয়স ৫৮, ছেলের ১০৭ 

আকিজ ফ্লাওয়ার মিলসের বার্ষিক সেলস কনফারেন্স সম্পন্ন 

১০

মেগাস্টার শাকিব, অন্য সবাই চিত্রনায়ক কেন : জাহিদ হাসান

১১

ক্রিকেটার নাসির-তামিমার আত্মপক্ষ সমর্থন ১৪ জুলাই

১২

সংবিধান সংস্কার চাইলে এনসিপির কোনো বিকল্প নেই : আখতার

১৩

‘কনজুমার খাত ঝড়ের মধ্য দিয়ে যাচ্ছে’

১৪

চলতি মাসেই জুলাই সনদ প্রকাশ করতে হবে : রাশেদ প্রধান

১৫

জুলাইকে উপজীব্য করে একাডেমিক প্রকল্পের উদ্যোগ নিয়েছি : ঢাবি ভিসি 

১৬

ফিলিস্তিনের জন্য শোক বই, জমা পড়েছে ৮০০০ লেখা 

১৭

সদস্য ফরম বাছাই নিয়ে বিএনপি-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫

১৮

জুলাই ঘোষণাপত্র দেবে অন্তর্বর্তী সরকার, কোনো দল বা ব্যক্তি নয় : জুলাই ঐক্য 

১৯

‘গণরুম-গেস্টরুম মুক্ত ঢাবি দিয়ে গেলাম, তোমরা রক্ষা করিও’

২০
X