চট্টগ্রামের বাকলিয়ায় আলোচিত জোড়া খুনের মামলার প্রধান আসামি মো. হাসানকে পাঁচদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। মো. হাসান ‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত।
বুধবার (০৭ মে) চট্টগ্রামের দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খলিলের আদালত শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, জোড়া খুনের মামলার প্রধান আসামি হাসানের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আদালত শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে গত ২৯ মার্চ রাত সোয়া ২টার দিকে বাকলিয়া থানার এক্সেস রোড এলাকায় প্রাইভেটকারে মুহুর্মুহু গুলিতে দুজন নিহত হয়। এ ঘটনায় গত ১ এপ্রিল বাকলিয়া থানায় নিহত মোহাম্মদ মানিকের মা ফিরোজা বেগম বাদী হয়ে সাজ্জাদ ও তার স্ত্রী শারমিনসহ পাঁচজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে গত ২ মে রাতে নোয়াখালীর হাতিয়া থানার নলের চর ভূমিহীন বাজার এলাকা থেকে মো. হাসানকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।
মন্তব্য করুন