টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:৪১ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ০৯:৩৭ পিএম
অনলাইন সংস্করণ
ধর্ষণচেষ্টা মামলা

জামিন পেয়ে ব্যান্ডপার্টি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে আসামি

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

টাঙ্গাইলের গোপালপুরে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি আলেপ শেক জামিনে বের হয়ে গলায় মালা পরে, ব্যান্ডপার্টি নিয়ে ভুক্তভোগীর বাড়িতে নাচ-গান করেছে। এ সময় তার আত্মীয়সহ উৎসুক কিছু মানুষ পুরো গ্রামে উল্লাস করে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগীর পরিবার।

গত বৃহস্পতিবার ধর্ষণচেষ্টা মামলার একমাত্র আসামি আলেপ শেক (৬০) আদালত থেকে জামিন পায়। জামিন পেয়ে মামলার বাদীর বাড়ির আঙিনায় গিয়ে আসামি ও তার লোকজন নেচে-গেয়ে আনন্দ করার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এর জন্য আসামির কঠিন শাস্তি দাবি করেন এলাকাবাসী।

জানা যায়, চতুর্থ শ্রেণির ওই শিশুছাত্রীকে গত ২৪ জুলাই দুপুরে কাঁঠাল খাওয়ার লোভ দেখিয়ে নির্জন বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় গ্রামের মুদি দোকানি আলেপ শেক। একপর্যায়ে কান্নাকাটির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে আলেপ শেক পালিয়ে যায়। ওইদিনই বিকেলে থানায় মামলা হলে পুলিশ আলেপ শেককে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

গত বৃহস্পতিবার জামিন পেয়ে রাত ৯টায় আলেপ শেক গলায় মালা পরা অবস্থায় ব্যান্ডপার্টি নিয়ে গ্রামে প্রবেশ করে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টায় ব্যান্ডপার্টি এবং কিছু মানুষের কোলাহলের শব্দে ঘুম ভেঙে যায়। শিশুটির পরিবার খুবই নিরীহ। তারা এখন আতঙ্কে আছে।

হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার বলেন, ধর্ষণচেষ্টা মামলায় জামিন পেয়ে কোনো আসামি এভাবে আনন্দ উৎসব করে বলে আমার জানা নেই। এতে ভুক্তভোগী শিশুটি আরও নিরাপত্তাহীনতা এবং সম্মানহানির অবস্থায় আছে। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

প্রধান আসামি আলেপ শেকের ছেলে জীবন মিয়া বলেন, আমাদের সঙ্গে তাদের বাপ-দাদার আমল থেকে বিরোধ। মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। এই মামলায় এক মাস জেল খাটেন আমার বাবা। মামলাটি যখন ষড়যন্ত্র করে করা হয়েছে তাই এ মিথ্যাচারের জন্য ব্যান্ডপার্টি বাজানো হয়েছে।

এ বিষয়ে টাঙ্গাইলের গোপালপুর থানার ওসি মো. জিয়াউল মোর্শেদ কালবেলাকে জানান, আমি আজকে থানায় নতুন যোগদান করলাম। যোগদানের সাথে সাথেই বিষয়টি আমলে নিয়ে আজকে সেখানে পুলিশ পাঠিয়েছি। এ ছাড়াও আমি আগামীকাল নিজেই সেখানে যাব।

তিনি বলেন, ধর্ষণ মামলাটি দ্রুত চার্জশিট করে দিব যাতে আসামি অতি দ্রুত সাজা পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বর্ণের দাম আরও কমলো

নোয়াখালীর সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন সৌম্য

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর ‘টোপে’ রাজি হয়নি বিসিবি!

‘মহাশ্মশান’ নিয়ে ফিরল সোনার বাংলা সার্কাস

রাজধানীতে লাইফস্টাইল মেলা, চলবে ৩ দিন

কানাডার হয়ে খেলতে ভারতের নাগরিকত্ব ছাড়লেন তারকা খেলোয়াড়!

মাদুরোর মতো আরেক নেতাকে ধরার আহ্বান জেলেনস্কির

উপদেষ্টা পরিষদের বৈঠকে ৪ অধ্যাদেশ অনুমোদন

মুস্তাফিজের আইপিএল না খেলা নিয়ে মিকি আর্থারের প্রতিক্রিয়া

১০

রাজনৈতিক ভেদাভেদ ভুলে উন্নয়নের আহ্বান : নুরুদ্দিন আহাম্মেদ অপু

১১

ধূমপানের ক্ষতি পুষিয়ে তুলতে সাহায্য করে যে ৫ খাবার

১২

খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের বহ্নিশিখা : কবীর ভূঁইয়া 

১৩

কলা খাওয়ার সঠিক সময় কখন? জেনে নিন

১৪

বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে যা বললেন তামিম

১৫

খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশের গণতন্ত্রের ইতিহাস রচনা সম্ভব নয় : রহমাতুল্লাহ

১৬

পেয়ারা খোসাসহ খাওয়া ভালো নাকি খোসা ছাড়িয়ে, যা বলছেন পুষ্টিবিদ

১৭

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

১৮

সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টা, বিজিবির বাধায় বন্ধ কাজ

১৯

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? যা বলছে ইসলাম

২০
X