যশোরের শার্শায় খুলনা-বেনাপোলগামী বেত্রাবতী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়েছেন।
রোববার (১১ মে) বিকেলে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি রেললাইন পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা মারে। এ সময় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। হেলপার কওসার আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ, ফায়ার সার্ভিস ও রেল কর্মীরা উপস্থিত হয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ করেন।
এ বিষয়ে স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।
মন্তব্য করুন