নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহাদাত নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) রাত ১১টায় শহরের জিমখানা এলাকার নারায়ণগঞ্জ সিটি পার্কের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত মো. শাহাদাত শহরের নতুন জিমখানা এলাকার ৩ নম্বর গলির মৃত গিয়াসউদ্দিনের ছেলে। আটক দুজন হলেন- ফাহিম ও ভেলকি।
স্থানীয়রা জানান, কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ (ভিক্টোরিয়া) জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবক একজন মাদককারবারি। তার বিরুদ্ধে মাদক মামলাসহ ৮টি মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে মাদককারবারের দ্বন্দ্বের জেরে তাকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দুজনকে আটক করেছে। এ ঘটনা আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন