নাটোরের গুরুদাসপুরে ‘সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশ’, ‘আগে দেশ’ ও ‘এন্ডার্লি কেয়ার বাংলাদেশ’ এর যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার খুবজিপুর ইউনিয়নে এন্ডার্লি কেয়ার সেন্টার চত্বরে মরণব্যাধি কিডনি রোগ প্রতিরোধ ও প্রবীণ স্বাস্থ্য সেবা প্রদানে করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শমূলক বক্তব্য শেষে প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার মো. আমজাদ হোসেন ও অবসরপ্রাপ্ত এনডিসি সচিব ও সোনার বাংলা ফাউন্ডেশন বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হোসনে আরা বেগম বক্তব্য দেন।
এসময় জেলা পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, আমি নাটোরে এসে স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান স্যারের কথা অনেক শুনেছি। তিনি নিজ এলাকার অসহায় দুঃস্থ, গরীব ও প্রবীণ মানুষদের স্বাস্থ্য সেবা প্রদানে ‘এন্ডার্লি কেয়ার বাংলাদেশ’ সেন্টার চালু করেছেন।
তিনি প্রবীণদের উদ্দেশে বলেন, মনে রাখবেন জেলা পুলিশ আপনাদের সহায়তায় সবসময়ে পাশে রয়েছে। প্রবীণদের স্বাস্থ্য সেবায় জেলা পুলিশের মেডিকেল ইউনিটের কোনো মেডিকেল সহায়তা ও আ্যাম্বুলেন্সের দরকার হলে ব্যবহার করতে পারবেন।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. শাহজাহান বলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর ইউনিয়নে ‘এন্ডার্লি কেয়ার বাংলাদেশ’ নামের প্রবীণ স্বাস্থ্য সেবা কেন্দ্রে ১৮০ জন কার্ডধারী সদস্য রয়েছেন। যাদের অধিকাংশেই বয়স একশ ও একশরও উপরে। এটা জেনে অভিভূত হয়েছি।
তিনি উপস্থিত প্রবীণদের উদ্দেশে বলেন, কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে এখানকার পুলিশকে অবগত করতে বলেন। অসহায় ও প্রবীণ মানুষদের চিকিৎসা সেবা প্রদানে এমন মহতী এ সেবা কেন্দ্রের সঙ্গে জড়িত সব সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তার সাফল্য কামনা করেন তিনি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান বলেন, মানুষ দিন দিন অলস হয়ে পড়ছেন। যান্ত্রিক নির্ভরতা হয়ে মানুষ কায়িক পরিশ্রম কমিয়ে দিয়েছেন। ফলে মানুষের শরীরে নানা রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে। তাই মানুষকে প্রতিদিন হাঁটার উচিত।
তিনি আরও বলেন, মানুষ প্রবীণ হলে বড় অসহায় হয়ে পড়ে। সমাজের এমন অনেক পরিবার রয়েছে যাদের বৃদ্ধ বাবা-মা তাদের সন্তান থেকে বিচ্ছেদ। সন্তানও কোনো খোঁজখবর নেন না বৃদ্ধ মা-বাবার। অথচ কেউ ভাবে না- সবাইকে একদিন বৃদ্ধ হতে হবে। তাই তিনি প্রত্যেক পরিবারের বৃদ্ধ বাবা-মায়ের প্রতি শ্রদ্ধাবোধ ও যত্নবান হওয়ার অনুরোধ জানান।
সভা শেষে দুপুর ১২টার দিকে উপজেলার অসহায় দুঃস্থ, গরীব ও প্রবীণ মানুষদের চিকিৎসা সেবা দেন দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তাররা। দিনব্যাপি চলে মেডিকেল ক্যাম্প।
মন্তব্য করুন