ফরিদপুরের সদর উপজেলার কানাইপুর বাজারে বজ্রপাতের ফলে আগুন লেগে একটি তুলার গোডাউন সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে।
শনিবার (১৭ মে) রাত সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট টানা তিন ঘণ্টা কাজ করে।
ফায়ারসার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কানাইপুর বাজারের ব্যবসায়ী আমিন মিয়ার গোডাউনে তুলা এবং কয়েক লাখ টাকার পেঁয়াজ সংরক্ষিত ছিল। রাতে ঝড়বৃষ্টি চলাকালে বজ্রপাতের একটি আঘাত বাজারসংলগ্ন একটি খেজুর গাছে পড়ে। এতে গাছটিতে আগুন ধরে যায় এবং পরে গাছের একটি অংশ গোডাউনের চালের ওপর পড়লে তুলায় আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে তুলাগুলো সম্পূর্ণ পুড়ে যায় এবং পেঁয়াজেরও একটি বড় অংশ নষ্ট হয়।
স্থানীয় ব্যবসায়ী হাসান মোল্যা বলেন, ঝড়বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। পাশের খেজুর গাছটিতে আগুন ধরে গেলে গাছের অংশ গোডাউনের চালের উপর পড়ে। কিছু বোঝার আগেই আগুন পুরো গুদামে ছড়িয়ে পড়ে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। টানা তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ধারণা করা হচ্ছে, বজ্রপাত থেকেই আগুনের সূত্রপাত। গোডাউনের অভ্যন্তরে রাখা কিছু পেঁয়াজ উদ্ধার করা গেলেও গোডাউনটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।
মন্তব্য করুন