বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ

কবরস্থানের গাছ বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে 

বারহাট্টায় গোরস্থানের গাছ বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। ছবি : কালবেলা
বারহাট্টায় গোরস্থানের গাছ বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। ছবি : কালবেলা

নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের মাস্টারপাড়া এলাকায় সর্বজনীন কবরস্থানের সরকারি গাছ কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা মো. মানিক তালুকদার।

সোমবার (১৯ মে) দুপুরে লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল ইসলাম।

অভিযুক্ত ইসহাক মিয়া বারহাট্টা উপজেলা শহরের পূর্ববাজার এলাকার মৃত আব্দুল আমিনের ছেলে। তিনি সাবেক উপজেলা বিএনপির সদস্য। অপর অভিযুক্ত মো. গোলাম কিবরিয়া উপজেলার সদর ইউনিয়নের ব্রিকালিকা গ্রামের মৃত আব্দুল গফুর ওরফে কেনু মিয়ার ছেলে। তিনি বারহাট্টা সরকারি কলেজের হিসাবরক্ষক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি দলের গুরুত্বপূর্ণ পদে বহাল তবিয়তে থেকেও সরকারি চাকরিতে নিযুক্ত আছেন।

উপজেলা বিএনপির সদস্যসচিব আশিক আহমেদ কমল ও যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস আলী (মেম্বার) তাদের দলীয় পদের বিষয়টি নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, বারহাট্টা হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন সর্বজনীন কবরস্থানে কয়েক বছর আগে স্থানীয় লোকজন বিভিন্ন জাতের গাছ রোপণ করেছিলেন। পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনের জন্য এসব গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গত ১৫ থেকে ১৭ মে’র মধ্যে রাতে গোপনে বেশ কয়েকটি গাছ কর্তন করে বিক্রি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও বলা হয়, গাছগুলো কেটে নিয়ে যায় কিছু অসাধু ব্যক্তি। এই ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। গাছ কর্তনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি করা হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস আলী জানান, দলীয় প্রভাব খাটিয়ে এ ধরনের কাজকর্ম কাম্য নয়। এগুলো প্রতিহত না করলে দলের ইমেজ নষ্ট হবে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসহাক মিয়া সংবাদকর্মীর পরিচয় পেয়ে মোবাইল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন।

অপর অভিযুক্ত কিবরিয়া জানান, আমি এলাকার গণ্যমান্য ব্যক্তি। কবরস্থানের উন্নয়ন কাজ করার লক্ষ্যে ইউএনওর পরামর্শ নিয়ে গাছ কেটেছি। কিছু লোক বিষয়টির বিরোধিতা করছে। আমরা সকলের সঙ্গে আলোচনা করে সমঝোতায় যাবো।

উপজেলা বিএনপির সদস্যসচিব আশিক আহমেদ কমল বলেন, আমি জেনেছি সকলের সঙ্গে কথা বলেই গাছ কেটেছে। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব। কিবরিয়া পদত্যাগপত্র জমা দিয়ে রেখেছেন। আমরা যেকোনো সময় সেটি একসেপ্ট করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবিরুল ইসলাম জানান, এটি সরকারি কবরস্থান নয়। ব্যক্তি মালিকানাধীন কবরস্থান থাকলে তা তারা সিদ্ধান্ত নিয়ে কাটতে পারেন। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

১০

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

১১

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

১২

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

১৩

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১৪

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১৫

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১৬

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৭

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৮

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

২০
X