ব্রাহ্মণপাড়া ( কুমিল্লা ) প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১১:২৪ এএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় প্রস্তুত ২০ মণের রাজাবাবু

ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত রাজাবাবু। ছবি : কালবেলা
ঈদুল আজহা উপলক্ষে প্রস্তুত রাজাবাবু। ছবি : কালবেলা

পবিত্র ঈদুল আজহায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পশুর হাট মাতাবে ‘রাজাবাবু’। এখনো ঈদ বাজার শুরু না হলেও পশু পালনকারীর বাড়িতেই বিশালাকৃতির অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের ষাঁড় রাজাবাবুকে দেখতে আসছেন উৎসুক দর্শনার্থী ও ক্রেতারা।

রাজাবাবুর বয়স তিন বছর। ষাঁড়টির ওজন ২০ মণ বলে দাবি করছেন গৃহস্থ মনির হোসেন। তার দাবি এবারের কোরবানির ঈদে এই অঞ্চলের হাতেগোনা কয়েকটি ষাঁড়ের মধ্যে রাজাবাবু অন্যতম। তাই তিনি রাজাবাবুর দাম হাঁকাচ্ছেন ৬ লাখ টাকা।

গৃহস্থ মনির হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা শ্মশানখলা এলাকার আলি মন্দের বাড়ির মো. ধনু মিয়ার ছেলে। তিনি খামারি না হলেও প্রতি বছর কোরবানির ঈদে বিক্রির জন্য উন্নত জাতের গরু পালন করে থাকেন। এ বছরও তিনি কোরবানির ঈদ বাজারে বিক্রির জন্য রাজাবাবুকে প্রস্তুত করেছেন।

রোববার (২৫ মে) বিকেলে সরেজমিনে মনিরের বাড়িতে দেখা যায়, একটি টিনের বেড়ার ঘরে মোটা রশি দিয়ে বেঁধে রাখা হয়েছে রাজাবাবুকে। কাঁচা ঘাস খাচ্ছে সে। মাঝেমাঝে তাকাচ্ছে এদিক-ওদিক। তার বিশাল দেহের কারণে কাছাকাছি যেতে সাহস হচ্ছে না কারোর। তবে মালিক মনির হোসেনের মধ্যে নেই সেই ভয়। তিনি যেভাবে ইচ্ছা রাজাবাবুকে ধরছেন, রাজাবাবু ভ্রুক্ষেপও করছে না।

মনির হোসেন জানান, তিনি সংসারে সুদিন ফেরাতে একসময় প্রবাসজীবন পার করেছেন। প্রবাসে থেকেও তিনি জীবন-মান উন্নয়নে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি। পরে দেশে ফিরে তিনি কৃষিকাজে মনোনিবেশ করেন। কৃষিকাজের পাশাপাশি শখ করে পশু পালন করছেন। এবার ঈদেও তার পোষা রাজাবাবু কোরবানির পশুর হাট কাঁপাবে বলে বিশ্বাস তার।

তিনি বলেন, আমার একটি অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভি আছে। সেই গাভি থেকে অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের বাছুর জন্ম নেয়। সাদা-কালো ডোরাকাটা হওয়ায় বাছুরটি দেখতে বেশ সুন্দর লাগছিল। আমার মা খুশি হয়ে আদর করে তার নাম রাখে রাজাবাবু। বাছুরটিকে তিল তিল করে বড় করেছি। এর বয়স এখন তিন বছর। ওজন ২০ মণ। ক্রেতা আসছে, তবে দরদামে বনছে না। বর্তমান বাজারে বড় গরুর ক্রেতা কম।

তিনি আরও বলেন, গত তিন বছরে পরিবারের সদস্যের মতোই পরম আদর-যত্ন করে বাছুর থেকে বিশালদেহী ষাঁড়ে পরিণত করা হয়েছে রাজাবাবুকে। প্রতিদিন প্রায় এক হাজার টাকার খাবার খাওয়ানো হয় রাজাবাবুকে। খাবার হিসেবে গত তিন বছর ধরে নিজের জমিতে ফলানো ঘাস, ছোলা, সয়াবিনের ভুসি, কলুই ভুসি, ধানের কুঁড়া, শুকনো খড় খাইয়ে প্রাকৃতিকভাবে রাজাবাবুকে বড় করা হয়েছে। পশু মোটাতাজাকরণের কোনো পদ্ধতি প্রয়োগ করা হয়নি। এজন্য এর মাংস সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত হবে। আমি রাজাবাবুকে ৬ লাখ টাকায় বিক্রি করতে চাইছি।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছেন, এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য খামারি ও গৃহস্থরা ৮ হাজার ৭৬৪ গবাদিপশু প্রস্তুত করেছেন। এর মধ্যে গরু ৭ হাজার ৪৩৮টি, মহিষ ৫টি, ছাগল ১ হাজার ৩২৩টি রয়েছে। এবার চাহিদার চেয়েও অতিরিক্ত কোরবানি যোগ্য গবাদিপশু প্রস্তুত রয়েছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ অফিস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি আজ

ভেনেজুয়েলার বিপক্ষে মেসিবিহীন আর্জেন্টিনার জয়

গাজা শান্তি সম্মেলনে যোগ দিতে মিশরে যাচ্ছেন ট্রাম্প

নতুন প্রধানমন্ত্রী হিসেবে আবারও লেকর্নুকে নিয়োগ দিলেন মাখোঁ

চীন বিশ্বকে জিম্মি করে রেখেছে : ট্রাম্প

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

রাজধানীতে আজ কোথায় কী

যুক্তরাজ্যে তিন মাসে ২২টি মসজিদে হামলা, কারণ কী?

১০

দেশে ফিরে যা বললেন শহিদুল আলম

১১

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১২

১১ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৩

যারা মন্দিরে হামলা করত তারা দেশে নেই : এটিএম আজহার

১৪

চট্টগ্রামে ‘সমুদ্র পরিবেশ রক্ষা ব্যালাস্ট ওয়াটার ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রযুক্তিগত সেমিনার

১৫

‘দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না’

১৬

নিখোঁজের ছয় ঘণ্টা পর ডোবা থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৭

মেঘনার তীরে দেখা মিলল রাসেল ভাইপারের, অতঃপর...

১৮

স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্টস কর্মী স্ত্রী নিহত

১৯

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাভারে ব্যাপক গণসংযোগ

২০
X