কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুন ২০২৫, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বন্যা নিয়ন্ত্রণে দুর্যোগ উপদেষ্টাকে স্মারকলিপি ফেনাকোর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানকালে ফেনাকোর প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানকালে ফেনাকোর প্রতিনিধি দল। ছবি : সংগৃহীত

ফেনী জেলায় সম্ভাব্য বন্যা পরিস্থিতি, বাঁধ সুরক্ষা ও আন্তঃদেশীয় পানি ব্যবস্থাপনা বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজমকে স্মারকলিপি প্রদান করেছে ফেনী নাগরিক কোয়ালিশনের (ফেনাকো) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (০৩ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদানের সময় ফেনাকোর প্রতিনিধি দলে ছিলেন সেন্টার ফর গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (সিজিডি) নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম, গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ ওমর ফারুক এবং সমাজকর্মী রাউফু রাসুলুন জ্যোতি।

স্মারকলিপিতে ফেনীকে কৌশলগত অঞ্চল ঘোষণা করে বন্যা পরিস্থিতি, বাঁধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ইস্যুতে দ্রুত ১১ দফা কর্মসূচি বাস্তবায়নের দাবি জানানো হয়। দাবিগুলো হলো-

১. জাতীয় ও স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে ফেনীর জন্য নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন বন্যা পূর্বাভাস ব্যবস্থা চালু করা।

২. ভারত থেকে পানি ছাড়ার সম্ভাবনা থাকলে তা অন্তত ৭২ ঘণ্টা আগেই বাংলাদেশ সরকারকে অবহিত করার জন্য কূটনৈতিক চ্যানেলে চুক্তিভিত্তিক ব্যবস্থা গ্রহণ।

৩. ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিউনিটি ফ্লাড রেসপন্স টিম গঠন করে জনগণকে সচেতন করা ও প্রস্তুত রাখা।

৪. স্মার্ট অ্যালার্টিং সিস্টেম চালু করে মোবাইল ও লাউড স্পিকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগণকে সময়মতো সতর্ক করা।

৫. ফেনী নদীসহ যেসব স্থানে নদী ভাঙন বা পানি প্রবাহ বেশি, সেখানে টেকসই ও উচ্চমান সম্পন্ন স্থায়ী বাঁধ নির্মাণ করা।

৬. বাঁধের অবকাঠামোতে গবেষণাভিত্তিক ইঞ্জিনিয়ারিং সমাধান প্রয়োগ করা; যাতে একটানা ভারি বর্ষণে বা ভারত থেকে হঠাৎ পানি ছাড়লে সেগুলো ভেঙে না পড়ে।

৭. বাঁধ রক্ষণাবেক্ষণের জন্য স্থায়ী বাঁধ পর্যবেক্ষণ টাস্কফোর্স গঠন করা, যেখানে প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় সরকার এবং নাগরিক সমাজের প্রতিনিধি থাকবেন।

৮. ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের আলোকে ফেনী ও ত্রিপুরা সীমান্তে যৌথ পানি ব্যবস্থাপনা কমিটি গঠন করা। প্রতি বছর বর্ষাকাল শুরু হওয়ার আগে ত্রিপুরা রাজ্যের প্রশাসন ও বাংলাদেশ সরকারের মধ্যে পূর্ব আলোচনা ও সময়সূচি নির্ধারণ করা, কখন কোন গেট খোলা হবে, কত পানি ছাড়া হবে।

৯. নেদারল্যান্ডস ও জাপানের মতো উন্নত দেশগুলো বন্যা ও বাঁধ ব্যবস্থাপনায় বিশ্বনন্দিত। তাদের সঙ্গে যৌথ উদ্যোগে ফেনী নদীর জন্য ‘ইন্টিগ্রেটেড ওয়াটার ম্যানেজমেন্ট মাস্টার প্ল্যান’ তৈরি করা।

১০. ড্রোন, সেন্সর ও স্যাটেলাইট ম্যাপিং প্রযুক্তি ব্যবহার করে নদী ও বাঁধের ওপর নজরদারি ব্যবস্থা চালু করা।

১১. স্কুল-কলেজে বন্যা-প্রস্তুতি বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা, স্থানীয় স্বেচ্ছাসেবী দল ও ফায়ার সার্ভিসকে প্রশিক্ষণ দিয়ে তৈরি রাখা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবিতে প্রথমে কী দেখছেন বলে দেবে, মানুষ আপনাকে কেমনভাবে দেখে

ট্রাইব্যুনালে জবানবন্দিতে যা বললেন উপদেষ্টা আসিফ

ঘি চা খাওয়া কি সত্যিই ভালো

এলপিজি সিলিন্ডারের দাম কেমন হওয়া উচিত, জানালেন জ্বালানি উপদেষ্টা

এশিয়ান কাপ খেলতে যে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

অবশেষে কাটল রাকসু শঙ্কা, নির্ধারিত সময়ে নির্বাচন

অনলাইন জুয়া চক্রের শীর্ষ এজেন্ট লিপু গ্রেপ্তার

ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস, তারিখ ঘোষণা

অনুমতি ছাড়া খুলনা মেডিকেলে সংবাদ সংগ্রহে পরিচালকের নিষেধাজ্ঞা

এক টেবিলে বিএনপির হেভিওয়েট ৫ মনোনয়নপ্রত্যাশী 

১০

ঢাবি, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজে পরিচ্ছন্নতায় ডিএসসিসি

১১

রোববার ইতালি যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১২

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই : মির্জা ফখরুল

১৩

সেই ভিক্ষুকের ঘরে মিলল আরও এক বস্তা টাকা

১৪

শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিস

১৫

রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

১৬

গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

১৭

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

১৮

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস

১৯

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

২০
X