গাইবান্ধার সুন্দরগঞ্জে রড দিয়ে পিটিয়ে আহত বিএনপি নেতা ইলিয়াস মিয়ার মৃত্যুর ঘটনায় মজিবর মিয়া (৭৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৭ জুন) রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাকিম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রামভদ্র গ্রামের মৃত আব্দুল ব্যাপারির ছেলে। আটক মজিবর মিয়া অভিযুক্ত স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত সুমন মিয়ার বাবা।
শনিবার (৭ জুন) বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এলাকাবাসী জানান, ৬ জুন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে মৎস্য খামার থেকে ফিরছিলেন ইলিয়াস। পথে একই এলাকার গানডার বিল খানাবাড়িতে যুবলীগ নেতা সুমন মিয়ার নেতৃত্বে কয়েকজন তাকে রড দিয়ে এলোপাতাড়ি পেটান। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে তারা পালিয়ে যান। পরে স্বজন ও স্থানীয়রা ইলিয়াসকে আহত অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই রাতেই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে, ইলিয়াসকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় ১ মিনিট ১৯ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ভিডিওতে এক ব্যক্তির প্রশ্নের উত্তরে ইলিয়াসকে বলতে শোনা যায়, মজিবরের বেটা (ছেলে) যুবলীগের সুমন, ডাকুয়ার ছেলে যুবাইর ও তালেবের ছেলেসহ চারজন লোহার রড দিয়ে তাকে পিটিয়েছে।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ কালবেলাকে বলেন, এখন পর্যন্ত ঘটনার কোনো কারণ জানা যায়নি। নিহতের পরিবারের এজাহার পেলে ঘটনার পেছনের কারণ জানা যাবে। এছাড়া পুলিশ জড়িতদের গ্রেপ্তারসহ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে কাজ করছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন