হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৫, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

মাঝ নদীতে ভাসছিল ৪০ যাত্রীসহ ট্রলার, এরপর যা ঘটল

মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে গন্তব্যহীনভাবে ভেসে ছিল ‘এফবি মা বাবার দোয়া’ নামে একটি যাত্রীবাহী ট্রলার। ছবি : কালবেলা
মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে গন্তব্যহীনভাবে ভেসে ছিল ‘এফবি মা বাবার দোয়া’ নামে একটি যাত্রীবাহী ট্রলার। ছবি : কালবেলা

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে ইঞ্জিন বিকল হয়ে প্রায় এক ঘণ্টা গন্তব্যহীনভাবে ভেসে ছিল ‘এফবি মা বাবার দোয়া’ নামে একটি যাত্রীবাহী ট্রলার। পরে সি-ট্রাক গিয়ে ৪০ যাত্রীসহ ট্রলারটি নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলের দিকে উপজেলার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান ঘাটগামী ট্রলার ‘এফবি মা বাবার দোয়া’ মঙ্গলবার সকালে মাঝিসহ ৪০ যাত্রীদের নিয়ে যাত্রা শুরু করে। পথে মেঘনা নদীর মাঝামাঝি পৌঁছালে দুপুরের দিকে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর নদীতে ভেসে যেতে থাকে। খবর পেয়ে নলচিরা ঘাট থেকে ছেড়ে আসা বে-ক্রুজার সি-ট্রাক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটিকে টেনে নিরাপদে চেয়ারম্যান ঘাট এলাকায় নিয়ে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রীরা নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন এবং উদ্ধার কাজে সহায়তাকারী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

ট্রলারের মাঝি মো. শরিফ বলেন, ইঞ্জিন বিকল হওয়ায় আমরা উদ্দেশ্যহীনভাবে ভাসতে থাকি। অনেক ট্রলারকে ফোন দিয়েছি কোথাও সাড়া পায়নি। কেউ দূরে আবার কেউ নিজেরাই চরে আটকে আছে এমন কিছু জেনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পরে আল্লাহ সহায় হয়েছেন বলেই আমরা কূলে ফিরতে পেরেছি।

আব্দুর রহমান নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, সামান্য অসতর্কতা বা দেরিতে উদ্ধার অভিযান চালালে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে যাত্রীবাহী ট্রলারগুলোর নিয়মিত তদারকি ও ফিটনেস যাচাইয়ের দাবি জানাচ্ছি।

ট্রলারের মালিক মোহাম্মদ শাহরাজ বলেন, ইঞ্জিন কখন নষ্ট হবে তা বলেকয়ে হয় না। আমরা সবাই চিন্তিত ছিলাম। আমাদের বিষয়টি চেয়ারম্যান ঘাটের জুয়েল ডাক্তারকে বললে তিনি নলচিরা ঘাট থেকে ছেড়ে আসা সি-ট্রাককে বলেন। তারপর আমাদের টেনে নিয়ে আসে সি-ট্রাক। আলহামদুলিল্লাহ আমরা সবাই নিরাপদে গন্তব্যে আসতে পেরেছি।

হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, বিচ্ছিন্ন দ্বীপ হওয়ায় হাতিয়ার বাসিন্দারা সব সময় প্রতিকূল মুহূর্তের মধ্যেই জীবনযাপন করতে হয়। তবে ৪০ যাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পেরেছে বলে আলহামদুলিল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত আসছে, এসির যেসব কাজ না করলে বিপদ

প্রকাশ্যে এলো কারিনার সৌন্দর্যের গোপন রহস্য

সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ পোস্ট কমান্ডারসহ আটক ২

ঢাকা থেকে আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার 

মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা!

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বাছাই করলেন সিকান্দার রাজা

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত

যেভাবে ধরা পড়লেন প্রেমিকাকে ‘ধর্ষণ’ করা সেই ২ যুবক

১০

জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ২৬ শিক্ষার্থী

১১

সেনাবাহিনীকে নিয়ে যা বললেন জামায়াত আমির

১২

যমুনা গ্রুপে বড় নিয়োগ

১৩

বিশ্বকাপের সময় পরিবর্তনের ইঙ্গিত

১৪

মসজিদে গিয়ে বিপাকে সোনাক্ষী 

১৫

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

১৬

বিয়ে কবে হতে পারে জানালেন ইশরাকের হবু স্ত্রী

১৭

পাকিস্তান-আফগানিস্তান কার সামরিক শক্তি কেমন

১৮

চট্টগ্রাম-৭ আসনে জামায়াতের নতুন প্রার্থীর নাম ঘোষণা

১৯

পাচারকালে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ

২০
X