ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

ভৈরবে ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পাট বোঝাই ট্রাক

ভৈরবে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনের ধাক্কায় একটি পাটবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। ছবি : কালবেলা
ভৈরবে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনের ধাক্কায় একটি পাটবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। ছবি : কালবেলা

কিশোরগঞ্জের ভৈরবে ময়মনসিংহগামী নাসিরাবাদ ট্রেনের ধাক্কায় একটি পাটবোঝাই ট্রাক দুমড়ে-মুচড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১টা ১৫ মিনিটে উপজেলার শম্ভপুর লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটি প্রায় সাড়ে চার ঘণ্টা পর ময়মনসিংহের উদ্দেশে ঘটনাস্থল থেকে ছেড়ে যায়।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া ১টার দিকে কটিয়াদি থেকে আসা ভৈরব অভিমুখী ঢাকা মেট্রো-ট-১১-৫৫৮৯ নম্বরের একটি পাটবোঝাই ট্রাক শম্ভপুর লেভেল ক্রসিং পার হওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে রেললাইনে আটকে যায়। হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও ট্রাকটি লাইন থেকে সরাতে পারেনি তখন। কিছুক্ষণ পর ভৈরব থেকে ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনটি বিকল হওয়া ট্রাকটিকে ধাক্কা দিলে তা লাইন থেকে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শম্ভুপুর লেভেল ক্রসিং গেটের দায়িত্বে থাকা গেটম্যান সুরঞ্জিত জানান, রাত সোয়া ১টার দিকে যখন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনটি ভৈরব স্টেশন থেকে ছেড়ে আসার খবর পাই। তখনই আমি ক্রসিং গেট বন্ধ করার জন্য ছুটে যাই। তখন ভৈরবমুখী পণ্যবাহী ট্রাকটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় রেললাইনে আটকে যায়। পরে আমরা আটকে যাওয়া ট্রাকটি লাইন থেকে সরাতে চেষ্টা করি কিন্তু মালবোঝাই হওয়ায় তা সরানো সম্ভব হয়নি। এর কিছুক্ষণ পরই ট্রেন চলে আসে। তারপর আমি ট্রাকে থাকা চালক ও হেলপারকে সরিয়ে যেতে বলি। সেই সময়ে লাল পতাকা লাল বাতি নিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করি। তখন ট্রেনটির গতি কমিয়ে আসার পরও রেললাইনে ওপর বিকল হয়ে পড়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে তা দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ভোরে রেলওয়ে পুলিশের মাধ্যমে রেকার এনে ট্রাকটি সরানোর পর ভোর সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল থেকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এ বিষয়ে ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আলীম হোসেন শিকদার (পিপিএম) জানান, আজ রাত সোয়া ১টার দিকে শুম্ভুপুর লেভেল ক্রসিংয়ে একটি পাটবোঝাই ট্রাক সিগন্যালের আগে রেললাইনের ওপর স্টার্ট বন্ধ হয়ে বিকল হয়ে পড়ে। তখন স্থানীয় লোকজনের মাধ্যমে ট্রাকটি সরানোর চেষ্টা করেন। এর পরই নাসিরাবাদ ট্রেনটি ময়মনসিংহ যাওয়ার পথে ট্রেনটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লেবারের মাধ্যমে পাটগুলো সরাই। পরে রেকারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ট্রাকটিকে নিরাপদ দূরত্বে নিয়ে রাখা হয়। এঘটনায় প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর নাছিরাবাদ ট্রেনটি ছেড়ে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

১০

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১১

জামায়াত প্রার্থীকে শোকজ

১২

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১৩

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১৪

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৫

ঢাকা কলেজে উত্তেজনা

১৬

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৭

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৮

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

১৯

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

২০
X