কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ০৮:১৩ এএম
অনলাইন সংস্করণ

নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না : হাসনাত

পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
পথসভায় বক্তব্য দেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নিজের বাবাও যদি দুর্নীতি করে তাকেও ছাড় দেওয়া যাবে না। বাবাকে প্রশ্ন করতে হবে ৩০ হাজার টাকার বেতন দিয়ে কীভাবে ৪০ হাজার টাকার বাসা ভাড়ায় থাকে।

তিনি আরও বলেন, নিজের ঘর থেকে ‍শুদ্ধি অভিযান শুরু করতে হবে। আমাদের এনসিপির কর্মীরা অন্যান্য দলের কর্মীদের চাইতে আলাদা হতে হবে। আপনারা দুর্নীতি করবেন না, কেউ করলে সেটাও প্রতিবাদ করতে হবে। সাংগঠনিকভাবে আমাদের সংগঠিত হতে হবে।

শনিবার (২৬ জুলাই) রাত ৯টায় কিশোরগঞ্জে সারা দেশে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এখন মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে তাদের দিন ফুরিয়ে আসছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে দুর্নীতিবাজরা পালানোর জায়গা পাবে না। আমরা যদি বাংলাদেশ গড়তে চাই এনসিপিকে সঙ্গে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরও বলেন, আমরা আপনাদের কথা দিচ্ছি, এনসিপির নেতাকর্মীদের জন্য যদি প্রয়োজন হয় আমাদের জীবন দিতে প্রস্তুত। আমাদের কর্মীদের ঘাম, রক্ত ও জীবন দিয়ে আমরা নেতা হয়েছি। আমরা খবর পেয়েছি অন্যান্য রাজনৈতিক দল থেকে এনসিপির নেতাকর্মীদের ভয় দেখানো হয়। আপনার ধৈর্য ধরুন, আগামী একবছরের মধ্যে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে কমিটি করা হবে। এলাকার সুনাগরিক, বিশিষ্টজনকে হাতে-পায়ে ধরে এনসিপিতে নিয়ে আসুন।

এনসিপির এ নেতা বলেন, আমরা ভালো মানুষদের নিয়ে দল করতে চাই। ১০০ পয়সাওয়ালা চাঁদাবাজ থেকে একজন শিক্ষিত ভালো মানুষ নিয়ে দল করব আমরা। আমাদের লাখ লাখ দুর্নীতিবাজ কর্মীর প্রয়োজন নেই। ১০টা ভালো মানুষ নিয়ে হলেও রাজপথে আমাদের লড়াই অব্যাহত রাখব। আগামীর বাংলাদেশ বিনির্মাণে খেয়ে না খেয়ে এনসিপিকে সুসংগঠিত করুন।

এর আগে রাত ৮টায় শহরের পুরাতন স্টেডিয়াম থেকে পদযাত্রা করে পুরান থানা এলাকায় সমাবেশস্থলে যান। এনসিপির কর্মসূচিকে ঘিরে পুরো শহর আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। শহরের প্রধান সড়কে সমাবেশের আয়োজন করায় সমাবেশ শুরুর কয়েক ঘণ্টা আগে থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকে।

এ সময় বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমীন, যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান, দক্ষিণাঞ্চলের সংগঠক আকরাম হোসেন রাজ ও উত্তরাঞ্চলের সংগঠক খায়রুল কবির।

সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, কিশোরগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন ও সদস্য সচিব ফয়সাল প্রিন্স।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ডাকসু নির্বাচনে স্বৈরাচার-রাজাকার একাকার হয়ে গেছে : প্রিন্স

রেল ভূমির ভাড়া বৃদ্ধি তিনগুণ, আন্দোলনে নামছেন ব্যবসায়ীরা

অবশেষে ত্রিভুবন বিমানবন্দর চালু, ফেরার অপেক্ষায় জামালরা

আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে ক্লাসে ফিরেছে রূপলালের ছেলে

আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে শিবির ডাকসু জিতেছে : মির্জা আব্বাস

নেপালের পর এবার ভারতেও আন্দোলন শুরু

এবার ফ্রান্সে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, নিয়ন্ত্রণে আটক ২ শতাধিক 

দুই বছর ছয় মাস পর র‌্যাঙ্কিং সিংহাসন হারাচ্ছে আর্জেন্টিনা

শিবির নেতাদের প্রতি আসিফ নজরুলের অনুরোধ

১০

বুমরাহকে আরব আমিরাতের বিপক্ষে নামানো হলে ধর্মঘটে যাবে জাদেজা

১১

সিনেমায় ইমরান হাশমির সঙ্গে রোমান্স করবেন দিশা পাটানি

১২

আবার চালু হলো নেপালের বিমানবন্দর

১৩

ক্লাস চলাকালে কোচিং করালে মোবাইল কোর্টে ব্যবস্থা : ডিসি মোস্তাক

১৪

জেন-জি গোষ্ঠীর অভিযোগ / ‘সুবিধাবাদী অনুপ্রবেশকারীরা আন্দোলন ছিনতাই করেছে’

১৫

বিপসট ও বাউবির মধ্যে সমঝোতা স্মারক চুক্তি সই

১৬

গাজীপুরে বিলুপ্ত প্রজাতির পাইথন উদ্ধার

১৭

ঘুষকাণ্ডে বিআইডব্লিউটিএর দুই কর্মকর্তা বরখাস্ত

১৮

কমিউনিটি ব্যাংক-সোলশেয়ারের মধ্যে চুক্তি সই

১৯

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ ভাইবোনের

২০
X