রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহিয়ার কবর জিয়ারত ও দোয়া মাহফিল আয়োজন করেছে বিমানবাহিনী।
শুক্রবার (১ আগস্ট) সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামে পারিবারিক কবরস্থানে এ আয়োজন করা হয়।
মাহিয়ার কবর জিয়ারত করে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন বিমানবাহিনীর প্রতিনিধিরা। এ সময় মাহিয়ার স্বজন, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এক কর্মকর্তা এ সময় বলেন, ‘মাহিয়া ছিল একজন সম্ভাবনাময় কিশোরী। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।’
গত ২৮ জুলাই ঢাকার উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে দগ্ধ হয় মাহিয়া। এরপর জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই রাতে তার মৃত্যু হয়।
মন্তব্য করুন