আওলাদে রাসুল, রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, পীরে বাঙ্গাল, আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী, সাহেবজাদা হজরতুলহাজ সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী ও সাহেবজাদা হজরতুলহাজ সৈয়্যদ মেহমুদ আহমদ শাহ্ মাদ্দাজিল্লুহুলের নেতৃত্বে ঢাকায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলছে বের করা হবে।
বুধবার (০৩ সেপ্টেম্বর) আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় এ আয়োজন করা হচ্ছে।
পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুসারে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কাদেরিয়া তৈয়্যেবিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে জমায়েত হয়ে অনুষ্ঠিতব্য মাহফিলে হুজুর কেবলা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী জোহরের নামাজে ইমামতি করবেন।
এ ছাড়া শনিবার (০৬ সেপ্টেম্বর) চট্টগ্রামে জশ্নে জুলছের নেতৃত্ব দেবেন তারা।
উল্লেখ্য, শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা ও চট্টগ্রামের জুলুছে নেতৃত্ব দিতে আওলাদে রাসুলগণ ঢাকায় পৌঁছেছেন। ঢাকা শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও মোহাম্মদপুর খানকা শরীফে তাদের বরণ করে নেন আনজুমান ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু), সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ঢাকা আনজুমানের সভাপতি হাজি মোহাম্মদ শহীদ উল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, জয়েন্ট সেক্রেটারি আবদুল মালেক বুলবুল, ফাইন্যান্স সেক্রেটারি শোয়েবুজ্জামান চৌধুরী তুহিন, সদস্য মুহাম্মদ তৌফিক আনোয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন