লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির আরও এক নেতা বহিষ্কার

বহিষ্কৃত বিএনপি নেতা সিরাজ উদ্দিন। ছবি : কালবেলা
বহিষ্কৃত বিএনপি নেতা সিরাজ উদ্দিন। ছবি : কালবেলা

লক্ষ্মীপুরে এ বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত সারোয়ার রামগতি উপজেলার চরগাজী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার (১৪ সেপ্টেম্বর) নিজ এলাকায় একটি ঘরে পরকিয়া প্রেমিকার সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন। ঘটনাটির ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিএনপি নেতা সিরাজ উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সারোয়ারের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপজনিত অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে দলের সম্মানহানি হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়। তাকে দলীয় সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করা হয়েছে। রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারের অনুলিপিটি লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম আশারাফ উদ্দিন নিজান, জেলা বিএনপি, রামগতি থানা ও রামগতি প্রেস ক্লাবকে দেওয়া হয়েছে।

এর আগে নড়াইলে এক বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়ে। রোববার (১৪ সেপ্টেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি বিএনপির ভেরিফাইড পেজে প্রকাশ করা হয়।

এতে জানানো হয়, নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের দায়ে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক নড়াইল জেলা বিএনপির একাধিক নেতা মোবাইল ফোনে কালবেলাকে চিঠির সত্যতা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, দোকান লুট ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সব পর্যায়ের পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।’ এরই মধ্যে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশের এক চিঠি কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ বলেন, ‘চিঠিটি ফেসবুকে দেখেছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অচিরেই এটি খোলশা হবে।’

উল্লেখ্য, গত মাসের ৫ তারিখ নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া এলাকার আকিজ শেখের স্ত্রী রহিমা খানম থানায় কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

চাকসুর ভোটার তালিকায় এমফিল-পিএইচডির ৩৪৮ শিক্ষার্থী

অপরিকল্পিত সড়ক আর নানা অব্যবস্থাপনায় জলাবদ্ধ জামালপুর পৌরসভা

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আনোয়ার

এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি / প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

সরকারি গাড়ি নেই লালমাই এসিল্যান্ড অফিসে, ব্যাহত জনসেবা

ছয় মাসের সাজা ছয় বছর খেটে দেশে ফিরলেন রামদেব

৮৩ কোটি টাকা ঋণখেলাপি / এএফসি হেলথের ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

বিশ্লেষণ / ইসলামিক আর্মি গঠনের দিকে এগোচ্ছে মুসলিম বিশ্ব?

১০

ভারতকে যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি

১১

রাকসুতে ৩২ ভোটারে প্রার্থী একজন, প্রচারণায় সরগরম ক্যাম্পাস

১২

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে একটি পক্ষ : ইলিয়াসপত্নী লুনা

১৩

নির্বাচন নয়, নিজেদের খারাপ আচরণগুলো বর্জন করুন : মাসুদ সাঈদী

১৪

বাংলাদেশ এশিয়া কাপ জেতেনি, বিশ্বাসই হচ্ছিল না আফগান কোচের

১৫

নির্বাচন বানচালের অপচেষ্টা জনগণই প্রতিহত করবে : জেএসডি

১৬

সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ

১৭

ইটিসি সিস্টেম চালু / পদ্মা সেতুতে টোল দিতে আর থামাতে হবে না গাড়ি

১৮

স্বাস্থ্যের ৪ পদে বড় পরিবর্তন

১৯

চাকসু নির্বাচনের দ্বিতীয় দিনে ১৪১টি মনোনয়ন বিতরণ

২০
X