নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এলাকার সব পূজামণ্ডপ পাহারা দেবেন দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাটে নোয়াখালী-৫ আসনের দুর্গাপূজামণ্ডপের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা ও অনুদান বিতরণের সময় এসব কথা বলেন তিনি।
ফখরুল ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীদের উপর অন্যায়-অত্যাচার করে পালিয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীরা এখন আগের চেয়ে বেশি নিরাপদ। কারণ সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আরও বলেন, এখন আমাদের দায়িত্ব প্রতিটি পাড়া-মহল্লায় আয়োজিত দুর্গাপূজামণ্ডপের নিরাপত্তা দেওয়া। কারণ তারা আমাদের ভাই, তাদের উৎসবে যাতে কেউ বাধার সৃষ্টি করতে না পারে। এখন বিএনপি নেতাকর্মীদের একমাত্র দায়িত্ব এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা।
বিএনপির এ নেতা বলেন, কোম্পানীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর অত্যাচার করেছে পলাতক ওবায়দুল কাদেরের ভাই সন্ত্রাসী কাদের মির্জা। এ এলাকায় যাতে কাদের মির্জার মতো আর কোনো সন্ত্রাসীর জন্ম আর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
সভায় বৃন্দাবন মহাজন বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি সন্তোষ কুমার মজুমদারের সভাপতিত্বে বক্তব্য দেন- কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্যামল দাস, সদস্য সচিব অসীম মজুমদার, বাংলাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অমিত মজুমদার, বসুরহাট জগন্নাথ মন্দিরের সভাপতি নির্মল চন্দ্র দে।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আফতাব আহমেদ বাচ্চু, আনিছুল হক, বিএনপি নেতা একরামুল হক মিলন মেম্বার, সাবেক ছাত্রদল নেতা আবু তোয়াহা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন ছোটন প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন