ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জিহাদ মিয়া নামে ৫ মাস বয়সী এক শিশুর বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। তবে শিশুর মায়ের দাবি তার ঘুমন্ত শিশুর মুখে বিষ দিয়ে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের ঘনিষ্ঠ এক সদস্যদের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন শিশুর মা। রোববার (১০ সেপ্টেম্বর) রাতে কসবা উপজেলার মেহারি ইউনিয়নের ঈশাননগর গ্রামে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ দুপুরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত শিশুর মা লিমা আক্তার জানান, গত রবিবার সন্ধ্যার পর তার ৫ মাস বয়সী শিশুকে ঘুম পাড়িয়ে বাড়িতে কাজ সারছিলেন। কাজ শেষে সে রুমে গিয়ে দেখতে পায় শিশু জিহাদ ঘুমাচ্ছে। এ সময় তার শ্বশুর তাকে ডেকে এনে বুঝাচ্ছিলেন ভাদ্র মাস এলে ছোট ছোট শিশুদের ওপর প্রেতাত্মাদের কুনজর পড়ে। এ কথা শুনে ভয় পেয়ে যায় জিহাদের মা লিমা আক্তার। রাত ১০টার দিকে রুমে গিয়ে ছেলেকে ঘুমে দেখে পাশের রুমে বড় বোনের সঙ্গে কথা বলতে চলে যায়। কিছুক্ষণ পর বোনের সঙ্গে কথা বলতে বলতে নিজের রুমে ফিরে এসে বিষের গন্ধ পায়। তিনি বলেন, হঠাৎ জিহাদের চিৎকার শুনতে পাই। তখন সে চিৎকার আর বমি করছিল।
পরে জিহাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেওয়ার পর চিকৎসক তাকে মৃত ঘোষণা করে।
কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন