বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় নির্মিত ভূগর্ভস্থ পানি শোধনাগার। ছবি : কালবেলা
মতলব উত্তর ছেংগারচর পৌরসভায় নির্মিত ভূগর্ভস্থ পানি শোধনাগার। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভূগর্ভস্থ পানি শোধনাগার। পানি সরবরাহ কার্যক্রম উদ্বোধনের তিন বছর পার হলেও তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি।

বিশুদ্ধ পানির অভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়েই টিউবওয়েলের ওপর নির্ভরশীল পৌর এলাকার মানুষ।

জানা যায়, ২০১৯ সালে সরকারি অর্থায়নে প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। ২০২২ সালের মাঝামাঝি সময়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আধুনিক প্রযুক্তির এ প্রকল্পের মাধ্যমে পুরো পৌর এলাকায় বিশুদ্ধ ভূগর্ভস্থ পানি সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত ১০ হাজার ৪৭৫টি পরিবারের (হোল্ডিং) মধ্যে মাত্র ৩২৮টি পরিবার অর্থাৎ প্রায় ৩ শতাংশ এলাকায় সীমিত আকারে সরবরাহ চালু আছে।

চাঁদপুর জনস্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ৪৫০ ঘন মিটার ধারণ ক্ষমতাসম্পন্ন উচ্চ জলাধার ছেংগারচর পৌরসভার পানি সরবরাহ ও স্যানিটেশন (দ্বিতীয় পর্যায়) প্রকল্পটি উদ্বোধনের পর থেকেই রক্ষণাবেক্ষণে রয়েছে চরম ঘাটতি। একজন অপারেটর ও একজন নাইটগার্ড দিয়েই কোনোরকম চলছে এর কার্যক্রম।

উদ্বোধনের পর থেকেই পাইপলাইনের নানা ত্রুটি, লিকেজ এবং রক্ষণাবেক্ষণের অভাবে পানি সরবরাহ স্থবির হয়ে পড়ে। অনেক এলাকায় পাইপলাইন থাকলেও পানি পৌঁছায় না। আবার কিছু এলাকায় একদিন পানি এলে পরের দিন থাকে না।

পৌর এলাকার ওঠারচর গ্রামের বাসিন্দা দেওয়ান মুরাদুজ্জামান বলেন, ক্ষোভ প্রকাশ করে বলেন, ১১ কোটি টাকা খরচ করে এত বড় প্রকল্প হলো; কিন্তু আমরা এখনো টিউবওয়েলের পানিতেই নির্ভরশীল। মাঝে মাঝে শুনি পানি আসবে; কিন্তু আমাদের এলাকায় তো কোনো পানিই আসে না।

দেওয়ানজীকান্দি এলাকার গৃহিণী রোজিনা বেগম জানান, টাকা খরচ করে পানির লাইন নিয়েছি; কিন্তু মাসে গড়ে ১৫ দিনের বেশি পানি পাওয়া যায় না। পানির মধ্যে মাঝেমধ্যে শ্যাওলা পাওয়া যায়।

পৌর এলাকার আরেক বাসিন্দা নূরুল আমিন অভিযোগ করে বলেন, অফিসে গেলে বলে মেরামত চলছে। তিন বছর ধরে শুধু মেরামতই চলছে; কিন্তু সমাধান হচ্ছে না। মাস শেষে ২০০ টাকা পানির বিল পরিশোধ করতে হয়।

পৌর এলাকার সচেতন নাগরিক ও ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, সরকার কোটি কোটি টাকা খরচ করে যে প্রকল্প বাস্তবায়ন করল, তা যদি জনগণের কাজে না আসে, তাহলে এ অর্থের কোনো মূল্যই থাকল না। দুর্নীতি, তদারকির অভাব এবং অবহেলার কারণেই এ অবস্থা।

ছেংগারচরের প্রায় ৬০ হাজার মানুষ এখনো নিরাপদ পানি সুবিধার বাইরে। তারা টিউবওয়েল, বেসরকারি বোতলজাত পানি কিংবা খাল-বিলের পানির ওপর নির্ভর করেই দৈনন্দিন চাহিদা মেটাচ্ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না নিলে ব্যয়বহুল এ প্রকল্প পুরোপুরি অচল হয়ে পড়বে এবং কোটি কোটি টাকার সরকারি অর্থ অপচয় হবে।

ভূগর্ভস্থ পানি শোধনাগারের দায়িত্বে থাকা অপারেটর মো. মিরাজ হোসেন কালবেলাকে বলেন, আমরা নিয়মিতভাবে পানি সরবরাহের চেষ্টা করি। কিন্তু লাইন লিকেজ এবং মেশিনে কিছু সমস্যা থাকায় পুরোপুরি পানি দেওয়া যাচ্ছে না। পানি সরবরাহ অব্যাহত রাখতে প্রয়োজনীয় মেরামতের কাজ চলছে।

এ বিষয়ে ছেংগারচর পৌর প্রশাসক মাহমুদা কুলসুম মনি কালবেলাকে বলেন, পানি সরবরাহ প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্বোধনের পর থেকে আংশিক কার্যক্রম চালু আছে। তবে লিকেজ, যান্ত্রিক সমস্যা এবং জনবল সংকটের কারণে পুরোপুরি কার্যকর হয়নি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এরই মধ্যে কিছু লাইনের মেরামত শুরু হয়েছে। শিগগির পৌরবাসী প্রত্যাশিত পানি সুবিধা পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজামুখী নৌবহর আটকে ইসরায়েলি বাহিনীর অভিযান

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের চারজন দগ্ধ

আইএলটি২০ তে দল পেলেন সাকিব-তাসকিন

সুমুদ ফ্লোটিলাকে থামিয়ে দিয়েছে ইসরায়েলি যুদ্ধজাহাজ, পথ পরিবর্তনের হুঁশিয়ারি 

ভারতে ড. ইউনূসকে অসুর রূপে উপস্থাপন, ‘অসম্মানজনক’ বললেন ধর্ম উপদেষ্টা

গাজামুখী নৌবহর সুমুদ ফ্লোটিলাকে ঘিরে রেখেছে ইসরায়েলি যুদ্ধজাহাজ

বিএনপি ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বাংলাদেশির দল : প্রিন্স

বিএনপি সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী : আনোয়ারুজ্জামান

বিভিন্ন মন্দিরে শিশুদের মাঝে চকলেট বিতরণ

আ.লীগকে অচিরেই আইনগতভাবে নিষিদ্ধ করা হবে : জুয়েল

১০

কাজে আসছে না ১১ কোটি টাকার পানি শোধনাগার

১১

পূজার ছুটিতে কুয়াকাটায় পর্যটকের ঢল

১২

বিএনপি ক্ষমতায় গেলে হিন্দুরা ভারত যাবে না : ফখরুল ইসলাম

১৩

মন্দির পরিদর্শন করলেন ছাত্রদল নেতা ডা. জনি

১৪

সংখ্যালঘু বলতে এদেশে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি : মান্নান

১৫

স্বেচ্ছাসেবা বদলে দিতে পারে জনপদ ও জনজীবন দৃশ্যপট

১৬

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ

১৭

এক মুঠো চালের আশায় ক্লান্ত মানুষের রাতভর অপেক্ষা

১৮

শারদীয় দুর্গা উৎসবে রাজশাহী মহানগরীতে ছাত্রদলের হেল্প ডেস্ক

১৯

চট্টগ্রামে শুরু হলো ব্রেস্ট ক্যানসার সচেতনতা মাস

২০
X