তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

জামায়াতের পক্ষ থেকে নতুন যোগদানকারীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে তাদের বরণ করা হয়। ছবি : সংগৃহীত
জামায়াতের পক্ষ থেকে নতুন যোগদানকারীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে তাদের বরণ করা হয়। ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদকসহ ৪১ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার তিরনইহাট ইউনিয়ন জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ফরম পূরণ করে যোগ দেন তারা।

এ সময় জামায়াতের পক্ষ থেকে নতুন যোগদানকারীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করার পাশাপাশি তাদের হাতে সাংগঠনিক বই তুলে দেওয়া হয়। যোগদানকারীদের মধ্যে নাইবুল ইসলাম ২ নম্বর তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। ২০ জন বিএনপির কর্মী-সমর্থক এবং বাকীরা ব্যবসায়ী ও সাধারণ মানুষজন বলে জানা গেছে।

যদিও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বিএনপি নেতা নাইবুল ইসলামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় ২ নম্বর তিরনইহাট ইউনিয়ন বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি কার্যকলাপের জন্য ২ নম্বর তিরনইহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নায়বুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে।

যোগদান অনুষ্ঠানে তিরনইহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. মোজাফফর হোসেনের সভাপতিত্বে জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি মো. নাসির উদ্দীন, তেঁতুলিয়া জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল হাকিম, সেক্রেটারি মো. হাবিবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের তেঁতুলিয়া উপজেলা সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সদ্য জামায়াতে যোগ দেওয়া নাইবুল ইসলাম বলেন, আমি নব্বই দশক থেকে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত ছিলাম। তবে নিজেকে দ্বীনের পথে পরিচালিত করতেই জামায়াতে ইসলামীতে যোগদান করেছি সম্পূর্ণ নিজের ইচ্ছায়। আমার সঙ্গে অনেকে যোগ দিয়েছে। কেউ আমাদের কোনো চাপ প্রয়োগ করেনি।

তিনি আরও বলেন, আমি আমার পদত্যাগপত্র ইউনিয়ন বিএনপির সভাপতি আমান আলীর বরাবরে সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীনের হাতে শুক্রবার জমা দিয়েছি। পরে জামায়াতে ইসলামীতে যোগদান করেছি।

তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, আসলে নাইবুল ইসলাম ওয়ার্ড বিএনপি নেতা। বাকীরা বিএনপির কেউ না। আমরা তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।

জামায়াতে ইসলামী মনোনীত পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ইকবাল হোসাইন বলেন, বিএনপি নেতা নাইবুল ইসলামসহ ৪১ জন বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভালোবেসে ইসলামের খেদমত করার জন্য সম্পূর্ণ নিজেদের ইচ্ছায় যোগদান করেছেন। যাদের মধ্যে বিএনপির কর্মী, সমর্থক, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ রয়েছেন। আল্লাহ তায়ালা সবাইকে দ্বীনের খেদমতে কবুল করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

এক মাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

১০

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

১১

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

১২

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১৩

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

১৪

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১৫

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১৬

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৭

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

১৮

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ গ্রেপ্তার

১৯

‘শহিদুল আলম ও গাজার পাশে আছি-থাকব’

২০
X