সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা উপস্বাস্থ্যকেন্দ্রে এক নারীসহ আপত্তিকর অবস্থায় ফার্মাসিস্ট হেলাল উদ্দিনকে আটক করেছে স্থানীয়রা।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে উপস্বাস্থ্যকেন্দ্রের দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
আটক হেলাল উদ্দিন জামালপুরের সাহেব মিয়ার ছেলে। তিনি বহেরা উপস্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসিস্ট পদে কর্মরত আছেন।
স্থানীয়রা জানান, চাকরির সুবাদে হেলালের সঙ্গে বহেরা সাহাজিপাড়ার ২২ বছর বয়সী এক তরুণীর ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। শনিবার বিকেলে ওই তরুণী স্বাস্থ্যকেন্দ্রের একটি কক্ষে প্রবেশ করলে বিষয়টি স্থানীয়দের সন্দেহ হয়। দীর্ঘ সময় বের না হওয়ায় কয়েকজন ভেতরে ঢুকে তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তরুণীর পরিবারকে খবর দেন এবং ঘটনাস্থলে ইউপি সদস্য ফাতেমা খাতুন ও গ্রামপুলিশ উপস্থিত হন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত হেলাল উদ্দিন দাবি করেন, ‘আমি মাংস রান্না করছিলাম, তাই তাকে মসলা বাটার জন্য ডেকেছিলাম। তবে আমি তাকে বিয়ে করতে রাজি আছি।’
দেবহাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনা জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানাকে অবহিত করেছি। অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা কালবেলাকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ফার্মাসিস্টের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন