টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ফেনী জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম। তিনি বলেন, গুজব প্রতিরোধে সকলকে সচেতন হবে।
বুধবার (৮ অক্টোবর) সকালে ফেনী সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এক কর্মশালায় এ আহ্বান জানান তিনি।
জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় ‘টাইফয়েড ভ্যাকসিনেশন’ বিষয়ক দিনব্যাপী কনসালটেশন কর্মশালার আয়োজন করা হয়।
মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, টাইফয়েড টিকা রেজিস্ট্রেশনে বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী জেলা। জেলায় ৪ লাখ ২৫ হাজার শিশুর টিকা দেওয়ার জন্য ইতোমধ্যে ৩ লাখ ৮ হাজার শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। আমাদের বড় প্রতিবন্ধকতা হলো গুজব। গুজব আমাদের এ কার্যক্রম ব্যাহত করতে পারে। এ জন্য সকলকে সচেতন হতে হবে। কেউ যাতে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে দিতে না পারে এ বিষয়ে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তর মহাপরিচালক ফয়জুল হক বলেন, ব্যক্তিগতভাবে কেউ টাইফয়েডের টিকা নিতে চাইলে টিকার মান নিশ্চিত হবে না। তা ছাড়া এই টিকার জন্য অনেক টাকা খরচ করতে হবে। কিন্তু সরকার যে টিকা দিচ্ছে তা নিরাপদ, হালাল এবং বিনামূল্যে পাওয়া যাচ্ছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম সভাপতিত্বে ও জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আল আমিনের সঞ্চালনায় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফয়জুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ফেনীর উপপরিচালক নাজমুস সাকিব ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রাশেদ হাসান।
অনুষ্ঠানে টাইফয়েড টিকাদান বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রণয় কুমার চক্রবর্তী।
মন্তব্য করুন