পূর্ব সুন্দরবনের ফাঁদ পেতে হরিণ শিকারের সময় বনরক্ষীদের গুলিতে এক শিকারি গুলিবিদ্ধ হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে শরণখোলা রেঞ্জের কচিখালি অভয়ারণ্য এলাকার চান্দের আড়া খালে এ ঘটনা ঘটে। গুলিতে আহত জয়নাল মাঝি নামের ওই শিকারি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত জয়নাল বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আ. রশিদ মাঝির ছেলে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান জানান, একদল শিকারি কচিখালি অভয়ারণ্য এলাকার চান্দের আড়া খাল এলাকার বনে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রাখে। এরপর ওই খালে মাছ ধরার অজুহাতে নিষিদ্ধ বেন্দি জাল পেতে একটি ট্রলারে অবস্থান করছিল। বন বিভাগের শরণখোলা রেঞ্জের স্মার্ট পেট্রোলিং দল নিয়মিত টহল দেওয়ার সময় ওই ট্রলারটি দেখে তারা চ্যালেন্স করে।
পরে বনরক্ষীদের দেখতে পেয়ে শিকারি দলটি দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় বনরক্ষীরা স্পিড বোর্ডে নিয়ে তাদের ধাওয়া করে। বনরক্ষীরা কাছাকাছি গেলে শিকারি দল ট্রলার দিয়ে সজোরে তাদের বোর্ডকে ধাক্কা দিলে তিন বনরক্ষী পানিতে পড়ে যায়। এতে স্পিড বোর্ডে পানি উঠে যায় এবং আংশিক ভেঙে যায়। বনরক্ষীরা এ সময় তাদের জানমাল রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়লে শিকারিরা ট্রলার নিয়ে দ্রুত পালিয়ে যায়। বনের ওই এলাকায় তল্লাশি চালিয়ে তিনশ ফুট হরিণ শিকারের ফাঁদ ও বেন্দি জালসহ কয়েক মণ মাছের রেণু উদ্ধার করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে বন বিভাগের পক্ষ থেকে সরকারি কাজে বাধাদান ও বনে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, তিনি পরবর্তীতে জানতে পারেন বনরক্ষীদের একটি গুলি জয়নাল মাঝি নামের এক শিকারির হাতে লাগলে সে সামান্য আহত হয়।
এ ব্যাপারে মুঠোফোনে জয়নাল মাঝির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে একজন জেলে দাবি করে বলেন, আমরা কচিখালির ওই এলাকায় মাছ শিকার করছিলাম এমন সময় বনরক্ষীরা এসে তাদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে তার ডান হাতের কনুইয়ের ওপর থেকে ছিঁড়ে যায়।
মন্তব্য করুন