

বিএনপিকে জনগণের দল উল্লেখ করে আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে দল মনোনীত ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, ধানের শীষে ভোট দিলে দেশ ও দেশের জনগণ নিরাপদে থাকবে, এলাকার উন্নয়ন হবে, গণতন্ত্র শক্তিশালী হবে। কারণ, এটি শুধু একটি মার্কাই না- এটি গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। বিএনপি জনগণের দল এবং জনগণের রায়েই এই দেশ আবার পূর্ণ গণতন্ত্রের পথে ফিরবে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জে ধানের শীষের গণসংযোগ ও মিছিলে তিনি এ সব কথা বলেন।
নারায়ণগঞ্জের বন্দর বাসস্ট্যান্ড থেকে ২২নং ওয়ার্ড বন্দর প্রেস ক্লাব পর্যন্ত গণসংযোগ করেন মাসুদ। বাসাবাড়ি ও গ্রাম-বাজার এলাকায় অনুষ্ঠিত এই গণসংযোগ ও মিছিলে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে, যা পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। স্থানীয় জনগণ ধানের শীষের প্রার্থীকে পেয়ে আবেগাপ্লুত হন। স্বতঃস্ফূর্তভাবে তারা ধানের শীষ তথা মাসুদুজ্জামান মাসুদের গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন মাসুদুজ্জামান মাসুদ এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
এ সময় নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ আরও বলেন, জনগণ আর কোনো প্রতারণা সহ্য করবে না। দেশবাসীর সমর্থনে বিএনপি ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার করবে এবং দেশের অর্থনীতি পুনর্গঠন করবে।
মাসুদ অপরাধ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তার দৃঢ় অবস্থানের কথা জানিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, বন্দরের মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত ও অবহেলিত। উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একমাত্র পথ ধানের শীষে ভোট দেওয়া।
বিশাল মিছিলটি বন্দর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। স্থানীয় জনগণের মধ্যে বিএনপির প্রতি গভীর আস্থা ও সমর্থনের বহিঃপ্রকাশ ঘটে এই কর্মসূচিতে।
গণসংযোগে মাসুদুজ্জামানের সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু; মহানগর সদস্য মনোয়ার হোসেন শোখন, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু; বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ ও সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন, মহানগর যুবদল সভাপতি মনিরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াতুল ইসলাম রানাসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ।
মন্তব্য করুন