নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়ায় মুদি দোকানি মাফিজুল ইসলামকে (৩৬) মারধর করার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বিসিক শিল্পনগরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতের চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাফিজুল ইসলাম বিসিক শিল্পনগরী এলাকায় দীর্ঘদিন ধরে মুদি ও বিকাশের ব্যবসা করে আসছেন। শনিবার সন্ধ্যায় একই এলাকার আব্দুস ছালামের (৪০) কাছে পাওনা পাঁচ হাজার টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায় দোকানের ভেতরে ঢুকে ব্যবসায়ী মাফিজুলের বুকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন অভিযুক্ত।
পরে স্থানীয়রা মুদি দোকানি মাফিজুলের চিৎকার শুনে এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। আহতকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রোববার দুপুরে মুদি দোকানির ছোট ভাই সোহাগ সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বিষয়ে জানতে আব্দুস ছালামের মোবাইল ফোন নম্বরে কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন